হোটেলের বিছানায় শুধু সাদা চাদর পাতা হয় কেন? আসল কারণ জানল চমকে যাবেন

Published on:

Why Hotel Room Bed Sheets Are Always White In Colour

যারা ভ্রমণপ্রেমী জীবনের কোনও না কোনও সময় তাদের নিশ্চয়ই হোটেলে থাকার অভিজ্ঞতা হয়েছে। যারা নিয়মিত বাইরে ঘুরতে যান তারা দেখে থাকবেন প্রায় সব হোটেলেই বিছানাতে কেবল সাদা রংয়ের চাদর পাতা হয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন উঠতে পারে, কেন হোটেলগুলো কেবল সাদা রঙেরই চাদর ব্যবহার করে? অন্য রং নয় কেন? সেই প্রশ্নের উত্তর পাবেন আজকের এই প্রতিবেদনে।

সাদা রংয়ের চাদর কার্যত অনেকেই ব্যবহার করতে চান না। কারণ সাদা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে। অন্যান্য রঙের চাদর যেখানে নোংরা হলেও তেমন বোঝা যায় না সেখানে সাদা চাদর একটু নোংরা হলেই সেটা আর পাতা যায় না। কিন্তু হোটেলগুলো এটা জানা সত্ত্বেও কেবল সাদা চাদরই ব্যবহার করে‌। এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

HOTEL BED

কেন হোটেলের ঘরের বিছানাতে কেবল সাদা রংয়ের চাদর ব্যবহার হয়?

  • হোটেল কর্মীদের মতে, সাদা রং হল পরিছন্নতা ও বিশুদ্ধতার প্রতীক। এই রং অতিথীদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই বেশিরভাগ হোটেলের বিছানায় সাদা রংয়ের চাদর পাতা থাকে।
  • দ্বিতীয় কারণটি হল সাদা জিনিসে কোনও দাগ লাগলে বা নোংরা হলে সহজেই তা চোখে পড়বে। তাই তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে। অন্যদিকে চাদর কিংবা বালিশের কভার যদি রঙিন হয় তাহলে নোংরা সহজে চোখে পড়ে না।

HOTEL BED

  • তৃতীয় কারণটি হল বিছানাতে যদি সাদা রঙের চাদর পাতা থাকে সেক্ষেত্রে হোটেলের ঘরগুলো অনেক বেশি উজ্জ্বল দেখায়। সাদা রঙে আলোর প্রতিফলন বেশি হয়। যে কারণে হোটেলের ঘরগুলোকে একটু বড় দেখায়।
  • চতুর্থ কারণ, অনেক সময় একটি হোটেলের বিভিন্ন ঘরের দেওয়ালের আলাদা আলাদা রং থাকে। এক্ষেত্রে প্রত্যেক ঘরের জন্য আলাদা আলাদা চাদর না কিনে যদি সাদা রঙের চাদর প্রত্যেকটা ঘরে ব্যবহার হয় তাহলে তাতে অসুবিধা হয় না। কারণ সাদা রং অন্যান্য যে কোনও রঙের সঙ্গে মানানসই দেখায়।

আরও পড়ুন : পাহাড়ে ট্রেকিং-এ গেলে সঙ্গে রাখুন এই কয়েকটি জিনিস, নাহলে চরম বিপদে পড়বেন

HOTEL BED

আরও পড়ুন : গাড়ি বা বাসে উঠলেই বমি পায়? এই কাজ করলেই দূর হবে সমস্যা

  • পঞ্চম কারণ, হোটেলে চাদর পরিষ্কারের সময় অনেকগুলো চাদর একসঙ্গে পরিষ্কার করা হয়। এক্ষেত্রে রঙিন চাদরের থেকে রং উঠে অন্যান্য চাদরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব চাদর যদি সাদা রঙের হয় তাহলে এই সম্ভাবনা থাকে না।