বিশ্বের সবথেকে উচ্চতম রেল স্টেশন কোনটি? অনেকেই মনে করেন উত্তরটা আসলে দার্জিলিংয়ের ঘুম রেলস্টেশন। বাঙালিরা এই মনে করে মনে মনে বেশ গর্ব অনুভব করেন। তবে আদতে কিন্তু অনেকেই বিশ্বের উচ্চতম রেল স্টেশনের নামটা ভুলই জানেন। ঘুম নয়, বিশ্বের উচ্চতম রেলস্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গুলা রেলওয়ে স্টেশন। যেটা আদতে তিব্বতে অবস্থিত।
ঘুম রেলস্টেশন আসলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আওতায় পড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফুট উঁচুতে অবস্থিত এই রেলস্টেশন। বিশ্বের উচ্চতম হেরিটেজ রেল স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে ঘুম স্টেশন। তবে বিশ্বের উচ্চতম সাধারণ রেলস্টেশনের খেতাব কিন্তু জিতে নিয়েছে টাঙ্গুলা রেলওয়ে স্টেশনই। যা ঘুমের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি উচ্চতায় অবস্থিত।
টাঙ্গুলা রেলওয়ে স্টেশন সম্পর্কে বিশ্বের অনেক মানুষেরই ধারণা নেই। চীনের চিংহাই-তিব্বত রেলপথে অবস্থিত এই রেলস্টেশন। রেলস্টেশন এবং রেলপথটি চীনের একটি অংশের সঙ্গে তিব্বতকে সংযুক্ত করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৬২৭ ফুট উঁচুতে অবস্থিত এই রেলস্টেশন। এই রেলস্টেশনের সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য হল এই যে এখানে কোনও কর্মী নেই।
আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা
উল্লেখ্য, টাঙ্গুলার আগে বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল বলিভিয়ার কনডর রেলওয়ে স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫, ৭০৫ ফুট উঁচুতে অবস্থিত এই রেল স্টেশন। ২০০৬ সালের ১লা জুলাই তিব্বতে টাঙ্গুলা রেলস্টেশন স্থাপন হয়। কর্মী ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এই রেলস্টেশন।
আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় দার্জিলিং! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? দেখুন ট্যুর প্ল্যান
তবে বিশ্বের সবথেকে উচ্চতম রেল স্টেশনের খেতাব কিন্তু টাঙ্গুলাও আর খুব বেশি দিন ধরে রাখতে পারবে না। কারণ এর থেকে উঁচুতে রেলস্টেশন তৈরি করছে ভারত। কাশ্মীরের চেনাব নদীর উপর গড়ে তোলা হবে এই রেলস্টেশন। কাশ্মীরের এই রেলস্টেশন তৈরি হয়ে গেলেই তা বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসেবে চিহ্নিত হবে।