ভারতীয় রেলের নেটওয়ার্ক গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। বাংলার মধ্যে সবথেকে ব্যস্ততম রেলস্টেশন গুলোর মধ্যে অন্যতম হলো শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন। কিন্তু সব থেকে শেষ রেল স্টেশন কোনটি জানেন? না জানলে জানুন এই প্রতিবেদন থেকে।
বাংলার সব থেকে শেষ রেল স্টেশনটি হলো দাঁতন রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত যাওয়ার পথে এই রেল স্টেশন পেরিয়ে যেতে হয়। পশ্চিমবঙ্গের একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই রেল স্টেশন। এর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যা। এর কাছেই রয়েছে আঙ্গুয়া হল্ট স্টেশন।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হল দাঁতন। পশ্চিম মেদিনীপুরের সীমানার শেষ হওয়ার পর শুরু হয়েছে উড়িষ্যার সীমানা। বেঙ্গল নাগপুর রেলওয়ের এই স্টেশন অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে ১৪ টি ট্রেন দাঁড়ায়।
আরও পড়ুন : বেড়ে গেল একাধিক ট্রেনের স্পিড! কোনটার গতিবেগ কত হল? দেখে নিন তালিকা
আরও পড়ুন : EMU নাকি MEMU? কোন লোকাল ট্রেনের সুবিধা বেশি? কোনটার কী পার্থক্য?
এই স্টেশন থেকে বহু মানুষ উড়িষ্যার বিভিন্ন জায়গা, কলকাতা, খড়গপুর সহ বিভিন্ন জায়গাতে যেতে পারেন। দাঁতন স্টেশনের নির্মাণ হয়েছিল ব্রিটিশ আমলে। এখনো সেই ব্রিটিশ আমলের ভবন, জলের ট্যাঙ্ক রয়েছে এখানে। এখন অবশ্য রেল দপ্তরের স্টেশনের অনেক উন্নতি করেছে। কিন্তু দাঁতন স্টেশন বাংলার অন্তিম স্টেশন হওয়ার পাশাপাশি এর ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে।