নিত্যদিন যাতায়াতের সুবিধার জন্য ট্রেনেই বেশিরভাগ মানুষ যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল, ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের বিভিন্ন কামরার গায়ে অনেক সময় হরেক রকমের রং থাকে কিংবা আঁকি-বুকি কাটা থাকে। ট্রেনের কামরার গায়ে এরকম বিভিন্ন রংয়ের মানে কী জানেন? না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকে।
অনেক সময় ট্রেনের বিভিন্ন কামরার গায়ে হলুদ, সাদা, ধূসর কিংবা লাল রঙের লাইন টানা থাকে। শুধু ডিজাইনের জন্য এরকম রং করা থাকে না। এইসব রঙের পেছনে আলাদা আলাদা মানে রয়েছে। যেগুলো যাত্রীরা অনেক সময় বুঝতে পারেন না। ট্রেনের প্রত্যেকটা প্রতীকের পেছনে একটা করে মানে থাকে। যেগুলো না জানলেই নয়।
ট্রেনের কিছু কামরার একপাশে হলুদ এবং সাদা কিংবা হালকা নীল রঙের লাইন থাকে। এই লাইনগুলো সেই কামরার অবস্থান নির্দেশ করে। যেমন যদি সাদা ডোরা দাগ থাকে তাহলে বুঝতে হবে এটি একটি সাধারণ কামরা। যদি হলুদ লাইন থাকে তার অর্থ এই কামরাতে অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।
মহিলাদের জন্য প্রত্যেকটি ট্রেনে আলাদা করে কামরা থাকে। লেডিস স্পেশাল কামরা বোঝাতে ধূসর রংয়ের ডোরাকাটা দাগ দেওয়া থাকে। যাতে বাইরে থেকে দেখেই বোঝা যায়। আবার মুম্বাই লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় ধূসর রঙের উপর লাল রঙের লাইন দেওয়া থাকে।
আরও পড়ুন : ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, যার এক রাতের ভাড়া দিয়ে সাত জন্মের ট্রেনের টিকিট কাটা যাবে
আরও পড়ুন : গঙ্গার তলায় মেট্রো চালিয়ে কত লাভ হল রেলের? হিসেব ঘুরিয়ে দেবে মাথা
বর্তমানে রেল সম্পর্কিত যাবতীয় তথ্য লিখিতভাবে রেল স্টেশনের নোটিশ বোর্ডে কিংবা অনলাইনে পেয়ে যান যাত্রীরা। কিন্তু একটা সময় ভারতের জনসংখ্যার একটা বড় অংশের মানুষ নিরক্ষর ছিলেন। তাদেরকে সহজে বোঝানোর জন্য এইভাবে প্রতীকের ব্যবহার করা হতো। যা আজ পর্যন্ত চলে আসছে।