উইকেন্ডে কোথায় যাবেন ভাবছেন? কম খরচে কাছাকাছির মধ্যে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনে এমন একটি জায়গার সন্ধান থাকলো যেখানে মাত্র কয়েকশো টাকাতেই ঘুরে আসতে পারবেন আপনি। শান্ত ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এক-দুদিন কাটিয়ে আসতে পারলে মানসিক সব স্ট্রেস কেটে যাবে। ঘুরে আসুন মায়াপুর থেকে।
মায়াপুরের ইসকন মন্দির বেশ নামী একটি জায়গা। প্রত্যেকদিন প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। আবার পর্যটনের জন্য জায়গাটা খুবই বিখ্যাত। নামমাত্র খরচে আপনি থাকা এবং খাওয়ার সুবিধা নিতে পারবেন এখানে। থাকার জন্য খরচ হবে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। আর বিনামূল্যে চার বেলা খাবার পাবেন।
যারা মায়াপুর বেড়াতে আসেন তাদের মধ্যে অনেকেই হোটেলে থাকতে চান না। আসলে হোটেলে থাকা এবং খাবারের খরচ অনেক বেশি। সেই জায়গায় মায়াপুর ইসকন মন্দিরে থাকতে ও খেতে গেলে খরচ হয় অনেক কম। এখানে রয়েছে গৌরাঙ্গ কুঠির নামের একটি থাকার জায়গা। সেখানেই থাকেন ভক্তরা। এখানে থেকে সমগ্র ইসকন মন্দির ঘুরে দেখতে পারবেন।
আরও পড়ুন : পুজোর ছুটিতে বেড়াতে যাবেন? দেখুন সেরা ৪ টুরিস্ট স্পটের ঠিকানা
গৌরাঙ্গ কুঠিরে বেড়ার কুঠিরের পাশাপাশি ইঁটের দালান ঘর রয়েছে। তবে সেগুলো ভাড়া করতে গেলে ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হবে। তীর্থযাত্রীরা এই কুঠিরে থাকাটাই বেশি পছন্দ করছেন এখন। আর মায়াপুর ইসকন মন্দিরে রয়েছে অন্নদান কমপ্লেক্স। সেখানে প্রত্যেকদিন বিনামূল্যে চারবেলা খাবার দেওয়া হয়। অন্নের পাশাপাশি ডাল, সবজি, অন্যান্য খাবার থাকে।
আরও পড়ুন : কাশীর এই ৫ মন্দির ঘুরে দেখলে আজন্মের পুণ্য লাভ করবেন
হাজার টাকার মধ্যে উইকেন্ড ট্রিপ পরিকল্পনা করলে মায়াপুর ঘুরতে যেতে পারেন সপরিবারে। দূর দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এখানে আসেন। গৌরাঙ্গ কুটিরে থাকা এবং অন্নদান কমপ্লেক্সে খাওয়া-দাওয়া সেরে মায়াপুর ঘুরে দেখতে পারবেন খুবই কম টাকায়।