বউবাজারের নিচ দিয়ে চালু হবে শেয়ালদহ মেট্রো! কবে থেকে?

বউবাজারের নিচ দিয়ে হাওড়া সেক্টর ফাইভ মেট্রোর ৫ টি ক্রস প্যাসেজ তৈরির কাজ হয়ে গিয়েছে। কবে থেকে এই পথে শিয়ালদহ মেট্রো চলাচল শুরু হবে?

দূর্গাপূজার সময় এই নতুন পথে মেট্রো চলাচল শুরু হবে শোনা গিয়েছিল। অবশেষে শিয়ালদহ বউবাজারের নীচ দিয়ে মেট্রো চলাচলের দিন জানা গেল।

এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ৫ টি ক্রস প্যাসেজ তৈরি হয়েছে। মাটির নিচে মেট্রোর দুটি টানেল আড়াআড়িভাবে সংযোগ করে প্যানেল তৈরি করা হয়েছে।

২০২২ সালে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়েই বউবাজারের অনেক বাড়িতে ফাটল ধরতে শুরু করে। ইন্টারভেন্টিলেশন শ্যাফট নিয়েও আশঙ্কা দেখা দেয়‌।

অবশেষে রাজা সুবোধ মল্লিকপুরের কিছু বাসিন্দা, দোকান এবং অফিস সরানো হয় অন্যত্র। দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন থেকেও বাসিন্দাদের সরানো হয়।

বউবাজারের নিচে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর কাজ প্রায় শেষ হয়েছে। তবে এবছর নয়, ২০২৫ সালে এই লাইনে মেট্রো চলাচল করবে।