ট্রেন নয়, যেন ফাইভ স্টার হোটেল! ভাড়াও নাগালেই, শতাব্দী এক্সপ্রেসে জুড়লো নতুন কোচ

এবার ট্রেন সফর করতে করতেই হবে প্রকৃতি দেখা। ট্রেনে সফর কালে বাইরের প্রকৃতি দেখে কাটাতে পারবেন যাত্রার গোটা সময়টা।

শতাব্দী এক্সপ্রেসে জুড়ে গেল ভিস্তা ডোম কোচ। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে এক বছরের জন্য চালু হয়েছে এই বিশেষ পরিষেবা।

১২০৪১/১২০৪২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে একটি ভিস্তাডোম কোচ চালু করা হয়েছে।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উভয় পথেই এবার রেললাইনের দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাতায়াত করতে পারবেন। এর জন্য ১৪ কোচের জায়গায় ১৫ কোচ করা হয়েছে শতাব্দী এক্সপ্রেসের।

ভিস্তা ডোম কোচগুলো সাধারণ কামরার তুলনায় আলাদা ডিজাইনে তৈরি করা। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি রোটেবেল পুশব্যাক চেয়ার। রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা।

যদি যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা যায় তাহলে আগামী দিনেও ভিস্তা ডোম কোচ চালু থাকবে।