চা বাগানে বর্ষা দেখতে চান? চলে আসুন পাহাড়ের এই অফবিট লোকেশনে

বর্ষার আসল রূপ উপভোগ করতে চাইলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের অজানা এই লোকেশনে। চা বাগানে ঘেরা এই জায়গা বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে। কোথায় যাবেন জানেন?

জায়গার নাম পাত্তাবং টি গার্ডেন। দার্জিলিংয়ের কোলে এই চা বাগান বর্ষায় আরও সবুজে ভরে ওঠে।

কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন তুকভার থেকে। চা বাগানে রয়েছে অসংখ্য ছোট ছোট বস্তি।

আকাশ পরিস্কার থাকলে দেখা মিলবে অপরূপা কাঞ্চনজঙ্ঘার। চাইলে ট্রেকিং করতে পারবেন।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংগামী যে কোনও শেয়ার গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় পাত্তাবং। আবার জোরথাং মোড় হয়ে বিজনবাড়ি থেকেও এখানে আসা যায়।

এখানে চা বাগানের মধ্যে বেশ কিছু হোম স্টে রয়েছে। বর্ষায় চা বাগান এবং পাহাড়ের সৌন্দর্য হয়ে ওঠে অবর্ণনীয়। এখানে এলেই তা টের পাওয়া যায়