ল্যাপটপ থেকে জামা-জুতো, কীভাবে একটাই ব্যাগে সব জিনিস গোছাবেন?
ল্যাপটপ থেকে জামা-জুতো, কীভাবে একটাই ব্যাগে সব জিনিস গোছাবেন?
একটাই ব্যাগে যাতে দরকারি সব জিনিস ভরে ফেলা যায় রইল এমন কিছু ছোট ছোট টিপস। জেনে নিন সেগুলো কী কী।
একটাই ব্যাগে যাতে দরকারি সব জিনিস ভরে ফেলা যায় রইল এমন কিছু ছোট ছোট টিপস। জেনে নিন সেগুলো কী কী।
ইদানিং সকলে রুকস্যাক কিংবা ট্রলি ব্যবহার করতেই অভ্যস্ত। পাহাড়ি এলাকা হলে রুকস্যাক নিলে সুবিধা হবে। তবে ট্রলিতেও স্বচ্ছন্দ অনেকে। তাই নিজের পছন্দ মত ব্যাগ বেছে নিন।
ইদানিং সকলে রুকস্যাক কিংবা ট্রলি ব্যবহার করতেই অভ্যস্ত। পাহাড়ি এলাকা হলে রুকস্যাক নিলে সুবিধা হবে। তবে ট্রলিতেও স্বচ্ছন্দ অনেকে। তাই নিজের পছন্দ মত ব্যাগ বেছে নিন।
জিনস কিংবা অন্য কোনও প্যান্টের সঙ্গে ম্যাচিং একাধিক টিশার্ট, শার্ট এবং টপ বেছে নিলে জায়গা কম লাগবে। জিন্সের মধ্যে ২-৩ টি টি-শার্ট, মোজা রেখে রোল করে ভাঁজ করে ফেললে জায়গা অনেক কম লাগবে।
জিনস কিংবা অন্য কোনও প্যান্টের সঙ্গে ম্যাচিং একাধিক টিশার্ট, শার্ট এবং টপ বেছে নিলে জায়গা কম লাগবে। জিন্সের মধ্যে ২-৩ টি টি-শার্ট, মোজা রেখে রোল করে ভাঁজ করে ফেললে জায়গা অনেক কম লাগবে।
অন্তর্বাস, মেকআপ, শৌচালয়ে ব্যবহৃত জিনিস, প্রয়োজনীয় গেজেটস, ব্যাংকের কার্ড এবং নথিপত্র, ওষুধ ইত্যাদি আলাদা আলাদা ব্যাগে কিংবা ছোট ছোট পাউচে ভরে ফেলুন।
অন্তর্বাস, মেকআপ, শৌচালয়ে ব্যবহৃত জিনিস, প্রয়োজনীয় গেজেটস, ব্যাংকের কার্ড এবং নথিপত্র, ওষুধ ইত্যাদি আলাদা আলাদা ব্যাগে কিংবা ছোট ছোট পাউচে ভরে ফেলুন।
প্যাডেড কভারে ল্যাপটপ ভরে তারপর ব্যাগে বা ট্রলিতে ভরুন। এতে বাইরের আঘাত থেকে ল্যাপটপ রক্ষা পাবে।
প্যাডেড কভারে ল্যাপটপ ভরে তারপর ব্যাগে বা ট্রলিতে ভরুন। এতে বাইরের আঘাত থেকে ল্যাপটপ রক্ষা পাবে।
প্রসাধনী, সাবান, শ্যাম্পুর কন্টেনার না নিয়ে ছোট ছোট কৌটোয়, সিলিকনের টিউবে ভরে নিন।
প্রসাধনী, সাবান, শ্যাম্পুর কন্টেনার না নিয়ে ছোট ছোট কৌটোয়, সিলিকনের টিউবে ভরে নিন।
ক্যামেরার লেন্স উলের টুপির মধ্যে ধরে রাখুন। ক্যামেরা এবং লেন্সের জন্য ওয়াটারপ্রুফ ছোট ব্যাগ সঙ্গে রাখবেন।
ক্যামেরার লেন্স উলের টুপির মধ্যে ধরে রাখুন। ক্যামেরা এবং লেন্সের জন্য ওয়াটারপ্রুফ ছোট ব্যাগ সঙ্গে রাখবেন।
জলের বোতল বাগের সঙ্গে আটকানোর জন্য হুক কিনে নিন। হুকের সাহায্যে জলের বোতল ব্যাগের সঙ্গে ঝুলিয়ে ফেলা যাবে।
জলের বোতল বাগের সঙ্গে আটকানোর জন্য হুক কিনে নিন। হুকের সাহায্যে জলের বোতল ব্যাগের সঙ্গে ঝুলিয়ে ফেলা যাবে।