ট্রেন দুর্ঘটনায় পড়লে কীভাবে বাঁচবেন? জেনে রাখুন কিছু ট্রিকস
ট্রেন দুর্ঘটনায় পড়লে কীভাবে বাঁচবেন? জেনে রাখুন কিছু ট্রিকস
ট্রেনে যাতায়াতের পথে হঠাৎ দুর্ঘটনা ঘটলে কীভাবে রক্ষা করবেন নিজেকে এবং পরিবারকে? ছোট ছোট কিছু টিপস মাথায় রাখুন এবার ট্রেনে ওঠার আগেই।
ট্রেনে যাতায়াতের পথে হঠাৎ দুর্ঘটনা ঘটলে কীভাবে রক্ষা করবেন নিজেকে এবং পরিবারকে? ছোট ছোট কিছু টিপস মাথায় রাখুন এবার ট্রেনে ওঠার আগেই।
ট্রেন থেকে নামবেন না
ট্রেন থেকে নামবেন না
হঠাৎ দুর্ঘটনা ঘটলে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করবেন না। আশেপাশের পরিবেশ আপনার অজানা। বিপদ হতে পারে। ট্রেনের কাছাকাছিই থাকুন।
হঠাৎ দুর্ঘটনা ঘটলে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করবেন না। আশেপাশের পরিবেশ আপনার অজানা। বিপদ হতে পারে। ট্রেনের কাছাকাছিই থাকুন।
হেল্পলাইন নম্বর
হেল্পলাইন নম্বর
দুর্ঘটনার স্থলে ফোন নষ্ট হয়ে গেলে বা নেটওয়ার্ক না পাওয়া গেলে আতঙ্কিত হবেন না। রেলের হেল্পলাইন নম্বর চালু হয়ে যাবে খুব শীঘ্রই। তাতেই পরিবারের লোকেরা আপনার খোঁজখবর নিতে পারবে।
দুর্ঘটনার স্থলে ফোন নষ্ট হয়ে গেলে বা নেটওয়ার্ক না পাওয়া গেলে আতঙ্কিত হবেন না। রেলের হেল্পলাইন নম্বর চালু হয়ে যাবে খুব শীঘ্রই। তাতেই পরিবারের লোকেরা আপনার খোঁজখবর নিতে পারবে।
বয়স্ক ও শিশুদের কীভাবে সামলাবেন?
বয়স্ক ও শিশুদের কীভাবে সামলাবেন?
দুর্ঘটনা ঘটলে বয়স্ক এবং শিশুরা সব থেকে বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশ্বস্ত করুন। মানসিক উত্তেজনা বয়স্কদের জন্য ক্ষতিকর হতে পারে। সাহায্যের জন্য অপেক্ষা করুন।
দুর্ঘটনা ঘটলে বয়স্ক এবং শিশুরা সব থেকে বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশ্বস্ত করুন। মানসিক উত্তেজনা বয়স্কদের জন্য ক্ষতিকর হতে পারে। সাহায্যের জন্য অপেক্ষা করুন।
সঙ্গে রাখুন মেডিকেল কিট
সঙ্গে রাখুন মেডিকেল কিট
যেখানেই যান না কেন সঙ্গে মেডিকেল কিট রাখুন। যার মধ্যে তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট, কাটা-ছেঁড়ার ওষুধ, আর্নিকা, বমি ও জ্বরের ওষুধ রাখবেন। একটা হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন।
যেখানেই যান না কেন সঙ্গে মেডিকেল কিট রাখুন। যার মধ্যে তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট, কাটা-ছেঁড়ার ওষুধ, আর্নিকা, বমি ও জ্বরের ওষুধ রাখবেন। একটা হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন।
সঙ্গে রাখুন শুকনো খাবার
সঙ্গে রাখুন শুকনো খাবার
কিছু শুকনো খাবার সব সময় সঙ্গে রাখবেন। যেমন বিস্কুট, মিষ্টি, কেক, ফল ইত্যাদি। সঙ্গে যেন জল থাকে।
কিছু শুকনো খাবার সব সময় সঙ্গে রাখবেন। যেমন বিস্কুট, মিষ্টি, কেক, ফল ইত্যাদি। সঙ্গে যেন জল থাকে।
ফোন নিয়ে সতর্কতা
ফোন নিয়ে সতর্কতা
দুর্ঘটনাস্থলে নেটওয়ার্ক না পাওয়া গেলে হোয়াটসঅ্যাপে বাড়ির লোকেদের মেসেজ পাঠিয়ে রাখুন। নেটওয়ার্ক এলেই তাদের কাছে আপনার খবর পৌঁছে যাবে।
দুর্ঘটনাস্থলে নেটওয়ার্ক না পাওয়া গেলে হোয়াটসঅ্যাপে বাড়ির লোকেদের মেসেজ পাঠিয়ে রাখুন। নেটওয়ার্ক এলেই তাদের কাছে আপনার খবর পৌঁছে যাবে।
ফোন যদি হ্যাং হয়ে যায় তাহলে ফোনের সাউন্ড বোতাম এবং পাওয়ার বোতাম একসঙ্গে ১০ সেকেন্ড ধরে রাখুন। ফোন রিস্টার্ট হবে নিজে থেকেই।
ফোন যদি হ্যাং হয়ে যায় তাহলে ফোনের সাউন্ড বোতাম এবং পাওয়ার বোতাম একসঙ্গে ১০ সেকেন্ড ধরে রাখুন। ফোন রিস্টার্ট হবে নিজে থেকেই।
মনের যত্ন নিন
মনের যত্ন নিন
চোখের সামনে দুর্ঘটনা ঘটলে মানসিক চাপ পড়াটাই স্বাভাবিক। অনেকর রাতে ঘুম হয় না। মানসিক সমস্যা থাকলে কাউন্সেলিং করিয়ে নিন।
চোখের সামনে দুর্ঘটনা ঘটলে মানসিক চাপ পড়াটাই স্বাভাবিক। অনেকর রাতে ঘুম হয় না। মানসিক সমস্যা থাকলে কাউন্সেলিং করিয়ে নিন।