পৃথিবীর এই ৮ দেশে চলে না ট্রেন, নাম শুনলেই অবাক হবেন
পৃথিবীর এই ৮ দেশে চলে না ট্রেন, নাম শুনলেই অবাক হবেন
জানেন কি এই পৃথিবীতে এমন ৮টি দেশ রয়েছে যে দেশগুলোতে ট্রেন চলে না? এই তালিকায় কোন কোন দেশ রয়েছে?
জানেন কি এই পৃথিবীতে এমন ৮টি দেশ রয়েছে যে দেশগুলোতে ট্রেন চলে না? এই তালিকায় কোন কোন দেশ রয়েছে?
ভুটান দেশে একাধিক পাহাড় এবং উপত্যকা রয়েছে। সমতল বলতে গেলে প্রায় নেই। তাই সেখানে রেললাইন পাতা যায়নি।
ভুটান দেশে একাধিক পাহাড় এবং উপত্যকা রয়েছে। সমতল বলতে গেলে প্রায় নেই। তাই সেখানে রেললাইন পাতা যায়নি।
ভুটান
ভুটান
আইসল্যান্ড
আইসল্যান্ড
এই দেশেও একাধিক পাহাড় রয়েছে। এছাড়া এখানে প্রায় ভূমিকম্প হয়। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ট্রেন চলাচলের উপযুক্ত নয়।
এই দেশেও একাধিক পাহাড় রয়েছে। এছাড়া এখানে প্রায় ভূমিকম্প হয়। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ট্রেন চলাচলের উপযুক্ত নয়।
ইয়েমেন
ইয়েমেন
ইয়েমেন দেশের অর্থনীতির দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতাই এর পেছনে প্রধান কারণ। তাই ইয়েমেনের যাত্রীদের কাছে সড়কপথই হল ভরসা।
ইয়েমেন দেশের অর্থনীতির দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতাই এর পেছনে প্রধান কারণ। তাই ইয়েমেনের যাত্রীদের কাছে সড়কপথই হল ভরসা।
সাইপ্রাস
সাইপ্রাস
সাইপ্রাসে একসময় রেল পরিবহন ব্যবস্থা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পরে তা উঠে যায়।
সাইপ্রাসে একসময় রেল পরিবহন ব্যবস্থা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পরে তা উঠে যায়।
মালদ্বীপ
মালদ্বীপ
মালদ্বীপেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। আসলে এখানকার দ্বীপগুলো এতই ছোট যে সড়ক পথেই ঘুরে ফেলা যায়।
মালদ্বীপেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। আসলে এখানকার দ্বীপগুলো এতই ছোট যে সড়ক পথেই ঘুরে ফেলা যায়।
পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনি
এখানকার দ্বীপগুলিও বেশ ছোট। সেই সঙ্গে এখানে ঘন জঙ্গল রয়েছে। যার মধ্য দিয়ে রেল পাতার ব্যবস্থা নেই।
এখানকার দ্বীপগুলিও বেশ ছোট। সেই সঙ্গে এখানে ঘন জঙ্গল রয়েছে। যার মধ্য দিয়ে রেল পাতার ব্যবস্থা নেই।
অ্যান্ডোরা
অ্যান্ডোরা
অ্যান্ডোরা পৃথিবীর অন্যতম ছোট একটি দেশ। এখানকার যাত্রীরা সড়ক পথেই যাতায়াত করেন।
অ্যান্ডোরা পৃথিবীর অন্যতম ছোট একটি দেশ। এখানকার যাত্রীরা সড়ক পথেই যাতায়াত করেন।
মোনাকো
মোনাকো
মোনাকো দেশটিও খুবই ছোট একটি দেশ। এখানেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। যাত্রীরা সড়ক পথে যাতায়াত করেন।
মোনাকো দেশটিও খুবই ছোট একটি দেশ। এখানেও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। যাত্রীরা সড়ক পথে যাতায়াত করেন।