IRCTC অ্যাপ দিয়ে টিকিট বুকিংয়ের সময় ভুলেও করবেন না এই ৫ কাজ

বর্তমানে বেশিরভাগ মানুষ অনলাইনে ট্রেন কিংবা বাসের টিকিট কাটছেন। অনলাইনে ট্রেন টিকিট কাটার জন্য নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন IRCTC অ্যাপ। তবে এই অ্যাপ ব্যবহারে রয়েছে কিছু বাধ্যবাধকতা।

IRCTC অ্যাপ দিয়ে টিকিট বুকিং করার সময় ভুলেও এই ৫ কাজ করবেন না। অন্যথায় রেলওয়ে আইন অনুসারে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। জেনে নিন।

১. নিজের ইউজার আইডি ব্যবহার করুন। নিজের ইউজার আইডি দিয়ে নিজের পাশাপাশি বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদেরও টিকিট বুক করতে পারবেন।

২. অপরিচিত ব্যক্তির ইউজার আইডি দিয়ে টিকিট বুক করবেন না। বা অপরিচিত কাউকে নিজের আইডি থেকে টিকিট বুক করে দেবেন না।

৩. নিজের ইউজার আইডি ব্যবহার করে মাসে ১২ টি টিকিট বুকিং করতে পারবেন। আধার অথেন্টিকেশন থাকলে সর্বোচ্চ ২৪ টা টিকিট বুক করা যায় মাসে। তার বেশি নয়।

৪. ব্যক্তিগত ইউজার আইডি থেকে টিকিট বুক করে বিক্রি করতে যাবেন না। তাহলে ১৯৮৯ এর ১৪৩ ধারা অনুসারে শাস্তি পেতে হতে পারে।

৫. যদি কোনও ব্যক্তি টিকিট বুকিং করে ব্যবসা করতে চান তাহলে তাকে অবশ্যই IRCTC এর নিজস্ব এজেন্ট হতে হবে। তা না হলে কড়া শাস্তি পেতে হয়।