বদলে গেল এসি-স্লিপার কোচে ঘুমোনোর নিয়ম! জেনে নিন নতুন বার্থ রুলস

রাতের দূরপাল্লার ট্রেনে বার্থ ভাড়া করে নিলেই আরামে যাতায়াত করা যাবে। তবে বার্থ রুলসগুলোর সম্পর্কে জানা আছে কি? কারণ অতি সম্প্রতি বার্থ রুলস বদলেছে ভারতীয় রেল।

ভারতীয় রেলে যাত্রীদের ঘুমানোর সময় বদলে গিয়েছে। এখন আর যখন খুশি যেমন খুশি ঘুমোতে পারবেন না যাত্রীরা। এমনকি ঘুমের টাইমটাও কমেছে।

আগে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ৯ ঘন্টা ঘুমাতে পারতেন যাত্রীরা। নতুন নিয়ম অনুসারে সময়টা কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে।

যাত্রীদের স্বাচ্ছন্দের কথা ভেবেই এই পরিবর্তন। আসলে মিডিল বার্থের যাত্রীরা ঘুমের জন্য তাগাদা দিলে লোয়ারের যাত্রীকে ইচ্ছে না থাকলেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়।

মিডিল বার্থের যাত্রীরা অনেক সময় রাত ৯ টার মধ্যে শোওয়ার জন্য তাগাদা দেন। এদিকে তিনি বার্থ খুললে লোয়ার বার্থের যাত্রীকেও শুয়ে পড়তেই হবে।

এবার থেকে ট্রেনে আপনি রাতে ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ঘুমোতে পারবেন। আগে এই সময়টা ছিল রাত ৯ টা থেকে সকাল ৬ টা।

যেহেতু ট্রেনে নতুন করে ঘুমের টাইম বেঁধে দেওয়া হয়েছে তাই এতে সব যাত্রীদের সমস্যা সমাধান হয় বলেই আশা করা হচ্ছে। মিডিল বার্থের যাত্রীও আর জোর জুলুম করে লোয়ার বার্থের যাত্রীকে শোওয়ার জন্য জোর করতে পারবেন না।