দিনে দুপুরে ভুতের দেখা মেলে! রইল পৃথিবীর ৫ ভুতুড়ে জায়গার তালিকা

ভূতের গল্প তো অনেক শুনেছেন, ভূত দেখেছেন কয়জন? জানেন কি ভারতে এমন ৫ টি জায়গা রয়েছে যেখানে নাকি দিনে দুপুরেও ভূতের দেখা মেলে? যাবেন নাকি সেখানে?

ইতালির পোভেগ্লিয়া দ্বীপ

ভেনিস এবং লিডোর মাঝে ছোট্ট সুন্দর এই দ্বীপে নাকি ভূতেরা বাস করে। তাই এখানে মানুষ থাকতে পারে না। ১৯২২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এখানে মানসিক হাসপাতাল ছিল। সেটা উঠে যাওয়ার পর এখানে সব ভয়ানক ঘটনা ঘটে। রাতে এখানে গেলে নাকি ফিরে আসা যায় না।

ইংল্যান্ডের হাইগেট কবরস্থান

ইংল্যান্ডের লন্ডনের উত্তর দিকে ১৮৩৯ সাল থেকে এই কবরস্থান রয়েছে। দুই লক্ষেরও বেশি মানুষকে এখানে কবর দেয়া হয়েছে। এখানে নাকি একটি ৭ ফিট লম্বা ভ্যাম্পায়ার রয়েছে। এখানকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে খুবই কম থাকে।

ক্যালিফোর্নিয়ার কুইন মেরি জাহাজ

ক্যালিফর্নিয়ার কুইন মেরি জাহাজে একটি দুর্ঘটনার কারণে ৫০ জন যাত্রীর মৃত্যু হয়। এরপর থেকেই এই জাহাজে ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। লোকেদের বিশ্বাস জাহাজে নাকি আজও অতৃপ্ত আত্মারা বাস করে।

নরওয়ে আকাসার্স ক্যাসেল

১২৯০ সালে এইখানে একটি কারাগার গড়ে তোলা হয়। এখানে অনেক নাৎসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপর থেকেই নাকি এই জায়গাটা ভুতুড়ে হয়ে যায়। এখানে এক মহিলা এবং তার কুকুরের ভূত দেখতে পেয়েছেন অনেকে।

ফ্রান্সের শ্যাটো ডি ব্রিসাক

একসময় এটা ছিল সবথেকে লম্বা এবং সুন্দর দুর্গ। প্রায় সাত তলা উঁচু বাড়ির সমান এই দুর্গকে গ্রিন লেডি বা শার্লটের ভূতের বাড়ি বলা হয়। শার্লট ছিলেন রাজা সপ্তম চার্লসের অবৈধ কন্যা। তাকে তার স্বামী নৃশংস ভাবে হত্যা করেন। তার আত্মা আজও নাকি ঘুরে বেড়ায়।