প্রকৃতির কোলে প্রাকৃতিক সুইমিং পুল! বেড়িয়ে আসুন এই ৪ জায়গা

উত্তরাখন্ডের মুসৌরিতে প্রায় সাড়ে চার হাজার ফুট উচ্চতায় কেম্পটি জলপ্রপাত। ঝর্ণার জল পাহাড়ের নিচে জমে জলাশয় তৈরি করেছে। এখানে স্নান করার মজাই আলাদা।

গোয়াতে রয়েছে দুধের মত সাদা জলের দুধ সাগর জলপ্রপাত। দুধ সাগরের জলে ডুব দিলে সব ক্লান্তি মুছে যাবে।

মেঘালয়ের শিলং থেকে তিন ঘন্টা দূরত্বে জয়ন্তিয়া পাহাড়ের গায়ে রয়েছে ক্র্যাং সুরি জলপ্রপাত। পাহাড়ের নিচে সুন্দর একটি জলাধার তৈরি হয়েছে। এখানে অনেক বলিউড ছবির শুটিং হয়।

আসামের বোকাখাট থেকে কিছুটা দূরে অনেক উঁচু থেকে নেমে এসেছে কাকসাং জলপ্রপাত। এখানে স্নান করার পাশাপাশি অনেকে পিকনিক করতেও আসেন।