দিন প্রতিদিন উন্নত থেকে উন্নততর করা হচ্ছে ভারতীয় রেল পরিষেবা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠছে রেল। এবার যেমন ভিস্তা ডোম কোচ চালু হল হাওড়া থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের রেকে। হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে উন্নত প্রযুক্তি সম্পন্ন ভিস্তা ডোম কোচ বসানো হল। জানেন কী এর সুযোগ-সুবিধা?
ভিস্তা ডোম হল একটি আধুনিক প্রযুক্তি। ৩৬০ ডিগ্রী রোটেবল লাক্সারি পুশব্যাক চেয়ার রয়েছে এর মধ্যে। এরকম চেয়ার যাত্রীদের আরাম দিতে পারে। এই চেয়ারগুলো যাত্রীরা যেমন খুশি তেমনভাবে ঘোরাতে পারবেন। এছাড়াও এই কোচের মধ্যে আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে যা যাত্রীদের আকর্ষণ করবে।
ভিস্তা ডোম কোচের মধ্যে বড় বড় কাঁচের জানালা এবং কাচের ছাদ রয়েছে। সম্পূর্ণ যাত্রাপথ যাত্রীরা বাইরের পরিবেশ দেখতে দেখতে কাটাতে পারবেন। এছাড়াও এর মধ্যে সেলফ অপারেটিং স্লাইডিং ডোর থাকে। থাকে গ্লাস ব্যাক, ওয়াইফাই এবং জিপিএস পরিষেবা। ইনফোনটেনমেন্টের ব্যবস্থাও থাকে।
নিউ জলপাইগুড়ি থেকে কয়েকটি মাত্র ট্রেনে এরকম ভিস্তা কোচ ছিল। এবার এই ব্যবস্থা প্রথম কলকাতা থেকে কোনও ট্রেনে চালু হল। ১২০৪১/১২০৪২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ১৪টি বগি ছিল এতদিন। এবার এর সঙ্গে ভিস্তা কোচ জুড়ে যাওয়াতে ১৫টি বগি হল ট্রেনের।
আরও পড়ুন : কোন কোন ট্রেন থেকে সবথেকে বেশি আয় হয় রেলের? নাম শুনলে চমকে যাবেন
আরও পড়ুন : ১টি বন্দে ভারত ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে রেলের? শুনলে আঁতকে উঠবেন
১লা জুলাই থেকে চালু হয়ে গিয়েছে এই ভিস্তা কোচ সফর। ২০২৫ সালের ৩০ শে জুন পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। যদি যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা যায় তাহলে তখন স্থায়ীভাবে এই কোচ চালু করা থাকবে। ভিস্তা কোচের এই ব্যবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।