কেমন হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কামরা? ঘুরে দেখুন ট্রেনের অন্দরমহল

Published on:

Vande Bharat Sleeper Train Advantages

সম্প্রতি বন্দে ভারতের স্লিপার কোচের বডি স্ট্রাকচার লঞ্চ করেছে ভারতীয় রেল। খুব শীঘ্রই বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেনের সঙ্গে জুড়ে যাবে স্লিপার কামরা। যার ফলে দূর পাল্লাতে যাত্রীরা যাতায়াত করতে পারবেন আরও আরামে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন শীঘ্রই বন্দে ভারতের ৭টি স্লিপার ট্রেন চালু হবে। এই স্লিপার ট্রেনগুলোতে যাত্রীরা কী কী সুবিধা পাবেন? দেখুন এক নজরে।

বন্দে ভারতের স্লিপার ট্রেনে কী কী সুবিধা থাকবে?

স্লিপার কোচের ডিজাইন

বন্দে ভারত স্লিপার ট্রেনের সামনে ফ্যাসিয়া ডিজাইন থাকবে। যার বাইরের অংশে মসৃণ রেখা এবং আভা থাকবে। এই ডিজাইন নেওয়া হয়েছে ঈগলের পরাক্রম থেকে অনুপ্রেরণা নিয়ে।

VANDE BHARAT

স্লিপার কোচের রং

বন্দে ভারতের স্লিপার কোচের ভেতরের অংশেও নকশা থাকবে। ভেতরের রং থাকবে ক্রিম, হলুদ এবং কাঠের রংয়ের টোনের। যা যাত্রীদের চোখের জন্য আরামদায়ক হবে।

স্লিপার কোচের যাত্রী স্বাচ্ছন্দ্যতা

যাত্রীরা যাতে আরামে যাতায়াত করতে পারেন তার জন্য স্লিপার কোচে একাধিক সুবিধা থাকবে। অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। প্রতিটি বার্থে অতিরিক্ত কুশন থাকবে। উপরের এবং মাঝের বার্থে যাতে সহজে ওঠানামা করা যায় তার জন্য ডিজাইন করা সিঁড়ি থাকবে।

VANDE BHARAT

আলোর ব্যবস্থা

স্লিপার কোচের প্রত্যেকটি বার্থে সেন্সর লাইট থাকবে। সেই সঙ্গে রাত্রে চলাফেরার সুবিধার জন্য ফ্লোর স্ট্রিপের ব্যবস্থাও থাকবে।

উন্নত মানের বাথরুম

বন্দে ভারতের বাথরুম হবে উন্নত প্রযুক্তিযুক্ত। অর্গনামিকাল ডিজাইন থাকবে ভেতরে। সম্পূর্ণ দুর্গন্ধ মুক্ত ব্যবস্থা থাকবে। বিমানের মত মডিউলার ফিটিংসহ বায়ো ভ্যাকুয়াম টয়লেট বানানো হবে। সেই সঙ্গে বন্দে ভারতের এসি ফার্স্ট কোচে গরম জলের ব্যবস্থা থাকবে। উন্নত মানের ডিজাইন যুক্ত হাত ধোয়ার বেসিন থাকবে যাতে জলে যাত্রীরা ভিজে না যান।

VANDE BHARAT

আরও পড়ুন : আপ এবং ডাউন ট্রেন মানে কী? কীভাবে ট্রেনের ‘আপ’ এবং ‘ডাউন’ ঠিক করা হয়?

ঝাঁকুনি মুক্ত সফর

বন্দে ভারতের স্লিপার ট্রেনে যাতায়াত হবে খুবই আরামদায়ক। রাজধানী এক্সপ্রেসের তুলনায় এতে এমন কিছু ইঞ্জিনিয়ারিং সুবিধাযুক্ত বৈশিষ্ট্য থাকবে যার ফলে যাত্রীরা কোনও ঝাঁকুনি অনুভব করবেন না। ট্রেন ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় চললেও ঝাঁকুনি, শব্দ বা কোনও কম্পন অনুভব হবে না।

আরও পড়ুন : বাংলার সেরা ১০টি হিল স্টেশন, গরমে বেড়ানোর জন্য একেবারে আদর্শ

নিরিবিলিতে ভ্রমণ

স্লিপার ট্রেনে যেহেতু আরাম করে যাবেন যাত্রীরা তার জন্য কেবিনগুলোকে শব্দহীন করা হবে। অর্থাৎ বাইরের কোনও আওয়াজ কেবিনে প্রবেশ করবে না। আন্তঃযোগাযোগ দরজা থাকবে। আবার স্বয়ংক্রিয় বহির্মুখী দরজাও থাকবে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ বার্থের ব্যবস্থা থাকবে।