বদলে যাচ্ছে ট্রেনের স্লিপার কামরা! এবার মিলবে এইসব নতুন সুবিধা

Published on:

Vande Bharat Express Sleeper Coach New Update

ধীরে ধীরে দেশের সব পুরনো দূরপাল্লার ট্রেন সরিয়ে তার জায়গা নেবে বন্দে ভারত এক্সপ্রেস। আপাতত বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা উন্নত করার প্রচেষ্টায় রয়েছে ভারতীয় রেল মন্ত্রক। রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের বিকল্প এখন বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেল এবার বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কামরার কিছু পরিবর্তন করতে চলেছে। এতে নতুন কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

সম্প্রতি রেলমন্ত্রক জানিয়েছে আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ আসবে। আর এরপর ৬ মাসের মধ্যেই ১৬ কামরার অটোমেটেড বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্ট মুভার্স লিমিটেড বর্তমানে বন্দে ভারতের অত্যাধুনিক স্লিপার কামরা বানাচ্ছে। এই সংস্থাই কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর রেক তৈরি করেছে।

Vande Bharat Express

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বছরের অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়াতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কিছু ছবি দিয়ে জানিয়েছিলেন এক বছরের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কাজ হয়ে যাবে। নতুন আপডেট দিয়ে তিনি জানিয়েছেন এই কাজ প্রায় শেষের পথে এখন। প্রযুক্তিগত সমস্ত কাজ এখন শেষের পর্যায়ে রয়েছে। আগামী দুই মাসের মধ্যেই বন্দে ভারত স্লিপার চালু হয়ে যাবে যাত্রীদের জন্য।

কী কী সুবিধা থাকবে বন্দে ভারত স্লিপারে?

অত্যাধুনিক বন্দে ভারত এসি স্লিপার কামরা তৈরি করেছি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বিইএলএল সংস্থা। ট্রেনের মোটর এবং ট্রেন চালানোর জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রপাতি হায়দ্রাবাদের মেধা সংস্থা থেকে নেওয়া হয়েছে। বয়স্ক যাত্রীদের যাতে উপরের বার্থে উঠতে অসুবিধা না হয় তার জন্য নতুন ট্রেনের এসি টু-টিয়ার এবং থ্রি-টিয়ারে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন : কেমন হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কামরা? ঘুরে দেখুন ট্রেনের অন্দরমহল

Vande Bharat Express

আরও পড়ুন : এইদিন থেকে চালু হবে বন্দে ভারত মেট্রো! বুক করা যাবে অ্যাডভান্স টিকিট

কামরার মধ্যে যাত্রীরা যাতে কোনওভাবে আঘাত না পান তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া কামরার মধ্যে রিডিং লাইট, একাধিক চার্জিং পয়েন্ট, এসি, উন্নত শৌচাগারসহ একাধিক সুবিধা থাকবে। ট্রেনের গতি বাড়ানো এবং কমানোর জন্য আধুনিক ব্যবস্থা থাকবে। মোট কথা ১৬ কামরার বন্দে ভারতের স্লিপারের অন্দরসজ্জা, যাত্রীদের স্বাছন্দ্য এবং দ্রুতগতি প্রধান আকর্ষণ হতে চলেছে। ২০৩০ সালের মধ্যেই বন্দে ভারতের ৮০০ স্লিপার এক্সপ্রেস তৈরি করবে কেন্দ্র সরকার।