বদলে গেল লোকাল ট্রেনের টিকিট কাটার নিয়ম, জেনে নিন টিকিট কাটার নতুন নিয়ম

Published on:

UTS App Benifits On Unreserved Train Ticket Booking

অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু হওয়ার পর এখন আর স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় সেরকম নজরে পড়ে না। দূরপাল্লার যাত্রীরা তো বটেই, নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করছেন যারা তারাও এখন অনলাইন টিকিট বুকিংয়ের পথ বেছে নিচ্ছেন। UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে টিকিট কাটা এখন আরও সহজ হল।

এতদিন নিয়ম ছিল স্টেশন থেকে ২০ কিলোমিটারের মধ্যে যে যাত্রীরা বসবাস করেন তারা UTS অন মোবাইল অ্যাপ থেকে টিকিট সংগ্রহ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে এবার থেকে আর ২০ কিলোমিটারের মধ্যে যাত্রীদের বসবাসের সীমাবদ্ধতা থাকছে না। যাত্রীরা এখন থেকে যেকোনও জায়গা থেকে যেকোনও স্টেশনের জন্য টিকিট কাটতে পারবেন UTS অন মোবাইল অ্যাপ থেকে।

UTS App

বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমে অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে। বেশিরভাগ কাজ এখন স্মার্টফোনের মাধ্যমে খুব কম সময়ে করে ফেলা সম্ভব। এখন আর অনেকক্ষণ সময় ধরে টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়াতে হয় না। হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই কয়েক সেকেন্ডে টিকিট কাটা সম্ভব হবে।

তবে নতুন নিয়মে একটি বিষয়ে সীমাবদ্ধতা আছে। সেটা হল যাত্রীরা যদি প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তাহলে কিন্তু তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না‌। এই দুটো জায়গা ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে যেকোনও জায়গাতে বসে যে কোনও স্টেশনের জন্য লোকাল ট্রেনের টিকিট অনলাইনে কেটে নেওয়া যাবে।

আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা

UTS App

আরও পড়ুন : আপ এবং ডাউন ট্রেন মানে কী? কীভাবে ট্রেনের ‘আপ’ এবং ‘ডাউন’ ঠিক করা হয়?

আসলে বর্তমান সময়ে দাঁড়িয়েও ট্রেনে বিনা টিকিটের যাত্রীরা হামেশাই ধরা পড়ছেন। ট্রেনের প্রত্যেকটি যাত্রী যাতে টিকিট কাটেন, কেউ যেন বিনা টিকিটে ট্রেনে না ওঠেন তার জন্য অনলাইন টিকিট বুকিং ব্যবস্থায় এত সরলীকরণ করা হচ্ছে। অনলাইন মাধ্যমে পেপার লেস টিকিট প্রদান করে কার্যত যাত্রীদের মধ্যে টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করার প্রবণতা কমানোর চেষ্টা হচ্ছে।