পাহাড়, সমুদ্র, নদী থেকে শুরু করে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, ভারতবর্ষে পর্যটন এবং তীর্থস্থানের অভাব নেই কোনও। যদি এমন কোনও জায়গাতে যেতে চান যেখানে গেলে পর্যটন এবং তীর্থ এক ঢিলে দুই পাখি মারা হবে তাহলে চোখ বন্ধ করে চলে যান উত্তরাখন্ডে। এই রাজ্যকে বলা হয় পর্যটনের স্বর্গরাজ্য এবং অনেকে দেবভূমিও বলেন। জেনে নিন উত্তরাখণ্ডের ঠিক কোথায় কোথায় যাবেন।
উত্তরাখণ্ড একটি পাহাড়ি রাজ্য। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। মোটামুটি মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে ঘোরার জন্য ভালো সময়। উত্তরাখণ্ডে গেলে জিম করবেট অভয়ারণ্য, হৃষিকেশ, মুসৌরি এবং কয়েকটি গ্রাম আপনাকে দেখতেই হবে। না হলে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে।
জিম করবেট অভয়ারণ্য
এটা হল দেশের সবথেকে প্রাচীন অভয়ারণ্য। ১৯৩৬ সালে এই অভয়ারণ্য প্রতিষ্ঠা হয়। এখানে প্রথম ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছিল। পরে বিভিন্ন গাছপালা এবং প্রাণীরও দেখা মিলতে থাকে। এখানে প্রায় ৫০০ প্রজাতির গাছ এবং প্রাণী রয়েছে। পাহাড়, নদী, জলাভূমি, তৃণভূমি, বড় হ্রদ রয়েছে। এখানে গেলে বাঘ, হাতি এবং সাদা কুমিরের দেখা মেলে। পর্যটকরা এখানে গেলে জঙ্গল সাফারি করতে পারবেন।
হৃষিকেশ
তীর্থ ক্ষেত্র হিসেবে হৃষিকেশের বেশ সুনাম রয়েছে। নবীন-প্রবীণ নির্বিশেষে এখানে আসতে পারেন। দেবদর্শনের পাশাপাশি রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং করতে পারবেন। ফেব্রুয়ারি থেকে মে মাস এবং অক্টোবর ও নভেম্বর মাসে এখানে গেলে সবথেকে ভালো উপভোগ করতে পারেন।
চোপতা গ্রাম
উত্তরাখণ্ডের চোপতা গ্রাম তীর্থক্ষেত্র হিসেবে বিখ্যাত। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট সুন্দর এই গ্রাম দেখলে মন ভরে যাবে। পায়ে হেঁটে এখানে ঘুরে বেড়াতে পারবেন। শীতকালে গেলে বরফের দেখা পাবেন।
আউলি
এই জায়গাটা মূলত জঙ্গল। জঙ্গলের উপরের দিকটা সরু এবং নিচের দিকটা মোটা, অনেকটা শঙ্কু আকৃতির। শীতকালে বরফের চাদরে মুড়ে থাকে এই জায়গা। এখান থেকে আপনি মানা পর্বত, মাউথ নন্দাদেবী এবং নর পর্বত দেখতে পাবেন।
আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন মেঘেদের রাজ্য মেঘালয়! মিটে যাবে বিদেশ ভ্রমণের সাধ
আরও পড়ুন : দিগন্ত জুড়ে রঙিন ফুলের জলসা দেখতে ঘুরে আসুন ভারতের এই রঙিন ফুলের দেশ থেকে
মুসৌরি
পর্যটন কেন্দ্রে হিসেবে এই জায়গাটা তো খুবই বিখ্যাত। গরম, শীত নির্বিশেষে আপনি এখানে আসতে পারেন। নহাতা এস্টেট, গান হিল, মুসৌরি হ্রদ, ঝরিপানি জলপ্রপাত, বেনোগ অভয়ারণ্য এখানকার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম।