ঘুরে আসুন মাধুরী দীক্ষিত লেক থেকে! বর্ষায় ময়ূরের মতো নাচবে মন

Published on:

Travel Visit To Sungester Lake Aka Madhuri Dixit Lake

ভারতের আনাচে-কানাচে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো দেখার জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। এমনই একটি জায়গা হল অরুণাচল প্রদেশ। এখানে অনেক দেখার মত জায়গা রয়েছে। কিন্তু যে অচেনা পাহাড়ি গ্রাম না দেখলেই নয় হয়তো বা তার নামই শোনেননি বেশিরভাগ মানুষ। সেই জায়গা রয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। এখানেই রয়েছে মাধুরী দীক্ষিত লেক।

ভারতের বিভিন্ন পাহাড় ও হ্রদের ধারে অনেক বলিউড ছবির শুটিং হয়েছে। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটি অচেনা পাহাড়ি গ্রামেও শাহরুখ খান, মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘কোয়লা’ ছবির শুটিং হয়েছিল। এই ছবিতে সঙ্গেতসর নামের একটি হ্রদের জলে নেমে নাচ করেছিলেন মাধুরী। সেই থেকে এই হ্রদের নাম বদলে হয়ে যাই মাধুরী দীক্ষিত হ্রদ।

Madhuri Dixit Lake

আজ থেকে প্রায় আড়াই দশক আগে কোয়লা ছবির শুটিং হয়েছিল ওই জায়গাতে। তখন থেকেই সঙ্গেতসরের বদলে সকলে এই হ্রদকে মাধুরী দীক্ষিত লেক বলে আসছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,২০০ ফিট উপরে অবস্থিত এই হ্রদ। ভূমিকম্পের কারণে পাথর পড়ে এই প্রাকৃতিক হ্রদ তৈরি হয়। এর একদম কাছেই রয়েছে ভারত-চীন সীমান্ত।

ভূপৃষ্ঠের টেকটোনিকপ্লেট সরে যাওয়ার কারণে এই অংশের একটা বড় ভূখন্ড জলের তলায় তলিয়ে যায়। আজও এখানে জলের উপরিভাগে গাছের উপরের অংশগুলো দেখা যায়। ভীষণ কনকনে ঠান্ডায় এই হ্রদের জলে নেমেই মাধুরী দীক্ষিত নাচের শুটিং করেছিলেন। স্থানীয়রা তাই এই নাম দিয়েছেন।

Sungester Lake

মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে সঙ্গেতসর ঘুরে আসতে পারেন। এখানে এই সময়ের মধ্যে আবহাওয়া খুব ভালো থাকে এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান পালন হয়। তাওয়াংয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মঠের মধ্যে অন্যতম তাওয়াং মঠ। এছাড়াও এখানে দেখবেন ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধের সময় নির্মিত ঐতিহাসিক দুর্গ যশবন্ত গড়, জং জলপ্রপাত, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, গুড়পি এবং চং-চুগমি পর্বতমালা, তাওয়াং চু নদী, তাওয়াং উপত্যকা, মোনপা উপজাতিদের শ্যো গ্রাম।

আরও পড়ুন : কম খরচে সুইজারল্যান্ড ভ্রমণ! ভারতের এই গ্রামে একবার গেলে আর ফিরতে মন চাইবে না

Sungester Lake

আরও পড়ুন : ভারতের সবথেকে বিপদজনক জায়গা, যেখানে ভারতীয়দেরই প্রবেশ নিষেধ

কীভাবে যাবেন?

অরুণাচলের তাওয়াং থেকে সঙ্গেতসর যেতে হলে জেলা প্রশাসকের থেকে অনুমতি নিতে হয়। তাওয়াং থেকে এখানে পৌঁছাতে দু’ঘণ্টা সময় লাগে। কেবল ভারতীয়দের এখানে প্রবেশের অধিকার দেওয়া হয়।