গরম পেরিয়ে বর্ষার সময় চলে এসেছে। এখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই সময় বেড়ানোর পক্ষে উত্তরবঙ্গ একেবারে আদর্শ ঠিকানা। যারা বর্ষার মায়াবী সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রইল দার্জিলিংয়ের খুব কাছে একটা ছোট্ট সুন্দর গ্রামের ঠিকানা।
দার্জিলিং এর খুব কাছে পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে রয়েছে মানেভঞ্জন। প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে এই জায়গার যথেষ্ট নামডাক রয়েছে। এখানেই রয়েছে ছোট্ট গ্রাম রঙ্গীত মাজুয়া। খুব বেশি মানুষ এখনও এই গ্রাম সম্পর্কে জানেন না। এই পাহাড়ি গ্রামের নৈসর্গিক সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে দেবে।
কী কী দেখবেন?
এই অফবিট পাহাড়ি গ্রামের সৌন্দর্য্য অতুলনীয়। বর্ষার সময় পাহাড় সবুজে ভরে ওঠে। রঙ্গীত মাজুয়া এমনিতেই সবুজে ঘেরা গ্রাম। বর্ষার সময় এর সৌন্দর্য আরও ফুটে ওঠে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। এই পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ছোট্ট রঙ্গীত নদী। এখানে অনেক নাম না জানা পাখির দেখা মিলবে।
কোথায় থাকবেন?
রঙ্গীত মাজুয়াতে অনেক হোম স্টে পেয়ে যাবেন। স্থানীয় বাসিন্দারাই এখানে অনেক হোম স্টে খুলেছেন। তবে আগে থেকে সেখানে বুকিং করে যেতে হবে। রঙ্গীত মাজুয়া কুইন্স ল্যান্ড হোম স্টেতে থাকলে 9831311606 নম্বরে ফোন করে বুকিং করুন। রঙ্গীত হোমস্টে এবং হিমালয়ান ইকো রিট্রিটে থাকতে হলে যথাক্রমে 089180 34912 ও 9874439571 এই দুই নম্বরে ফোন করে বুকিং করতে হবে।
আরও পড়ুন : জলপ্রপাতের স্বর্গরাজ্য! কীভাবে যাবেন কেওনঝড়? কী কী দেখবেন?
আরও পড়ুন : হাতের কাছেই রয়েছে মিনি গোয়া! নতুন এই সমুদ্র সৈকতে না গেলেই চরম মিস
কীভাবে যাবেন?
রঙ্গীত মাজুয়াতে যাওয়ার জন্য কার্শিয়াং হয়ে যাওয়া যেতে পারে। আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। হাতে বেশ কিছুদিনের সময় থাকলে এবার বরং দার্জিলিং না গিয়ে ঘুরে আসুন এই অখ্যাত গ্রাম থেকে। পস্তাবেন না এটুকু গ্যারান্টি।