বর্ষায় মায়াবী রূপ দেখতে চান? ঘুরে আসুন সিকিমের এই ছোট্ট গ্রাম থেকে

Published on:

Travel Visit To Kagey A Hill Village In Kalimpong

গরমের প্রচন্ড তাপপ্রবাহ এখন বলতে গেলে নেই। কমবেশি বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। যার ফলে একটু শীতল হয়েছে প্রকৃতি। তবে প্রকৃতিকে আরো ভালোভাবে যদি উপভোগ করতে চান ‌ তাহলে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝেই। আজকের এই প্রতিবেদনে রইল বাংলা এবং সিকিমের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রামের সন্ধান। জেনে নিন এই জায়গা সম্পর্কে।

বর্ষায় পাহাড়ের প্রকৃতি অনেক মায়াবী হয়ে ওঠে। সবুজে ভরে যায় পাহাড়। কোথাও আবার মেঘ এবং কুয়াশার খেলা চলে। বাংলা এবং সিকিমের সীমান্তে অবস্থিত কাগে গ্রামটিও এই সময় অপরূপ সাজে সেজে ওঠে। কালিম্পং জেলায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম ঘুরে আসতে পারেন এখন। নির্জন পাহাড়ি পরিবেশে কয়েকটা দিন ভালই কাটবে।

Kagey

এখানে পাহাড়ের একেবারে মাথায় রয়েছে হোমস্টে। সেখান থেকে নিচের দিকে তাকালে যেন মনে হয় সভ্য জগৎ থেকে দূরে কোনও এক আদিম এলাকায় আপনি আছেন। পাহাড়ের কিছুটা উপরে উঠলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। এখানে অনেক নানা জানা পাখিও রয়েছে।

কাগে থেকে রিশপ মাত্র ১০ কিলোমিটারের পথ। আবার এখান থেকে পেডংও খুব দূরে নয়। পাহাড়ের চুড়া থেকে সিকিমের অনেক গ্রাম দেখা যাবে। এখান থেকে কোলাখামের কাছের জলপ্রপাত দেখা যায়। চারপাশে সবুজ আর মেঘেদের ভিড়ে নিজেকে যেন হারিয়ে ফেলবেন প্রকৃতির মধ্যে।

আরও পড়ুন : বর্ষায় বেড়ানোর পারেফেক্ট ডেস্টিনেশন, ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন থেকে

Kagey

আরও পড়ুন : বর্ষায় দার্জিলিং বেড়ানোর জন্য সেরা এই ৪ পাহাড়ি গ্রাম, একবার গেলে আজীবন মনে থাকবে

কীভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব ১০৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং, পেডং হয়ে কাগে পৌঁছানো যায়। আবার লাভা-রিশপ থেকেও এখানে পৌঁছানোর ব্যবস্থা আছে। গাড়ি ভাড়া করে আপনি এখানে পৌঁছাতে পারবেন।