কলকাতার আশেপাশে নিরিবিলিতে প্রেম করার জন্য সেরা এই ঠিকানা

Published on:

Travel Visit To Ashoknagar Millennium Science Park

শান্ত, নিরিবিলি, মানুষের ভিড় কম, প্রেম করার জন্য এমন জায়গাই কি খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনি এবং আপনার সঙ্গীর জন্য। যদি শহরের ব্যস্ততা থেকে দূরে সুন্দর কোনও জায়গাতে একান্তে মনের মানুষের সঙ্গে কিছু সময় কাটাতে চান তাহলে এমন জায়গায় রয়েছে আপনার আশেপাশেই। এই প্রতিবেদনে রইল সেই ঠিকানা।

কলকাতা থেকে সামান্য দূরে উত্তর ২৪ পরগনা জেলা। এখানকার সদর শহর বারাসাত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই রয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা। এই পৌরসভার মিলেনিয়াম সায়েন্স পার্ক বেশ বিখ্যাত। সকাল ১০:৩০টা থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিট পর্যন্ত খোলা থাকে এই পার্ক। সপ্তাহের শেষে মিলেনিয়াম সায়েন্স পার্কে একবার ঘুরে আসতেই পারেন সঙ্গীকে নিয়ে।

Ashoknagar Millennium Science Park

কীভাবে যাবেন?

শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চড়ে প্রথমে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে নামতে হবে। এই দুটো স্টেশন থেকেই অটো কিংবা টোটো পাবেন পার্কে পৌঁছানোর জন্য। অটোতে গেলে ভাড়া লাগবে ১৫ থেকে ২০ টাকা। আর টোটোতে গেলে ভাড়া আরেকটু বেশি লাগবে। স্টেশন থেকে পার্কে পৌঁছাতে সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট। সপ্তাহের যেকোনও দিনে যেতে পারেন শুধু মঙ্গলবার ছাড়া।

কী কী দেখবেন?

এই পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য হল ৩০ টাকা। তবে বয়স যদি ১০ বছরের কম হয় তাহলে ভাড়া নেওয়া হয় ২০ টাকা। এখানে ছোট থেকে বড়দের জন্য অনেক কিছু রয়েছে। প্রায় ২৬ একর জায়গা জুড়ে তৈরি এই পার্কে রয়েছে রোপওয়ে, বোটিং , সাইন্স রুম, ঘোড়া দোলনা, তারা মন্ডল সহ থ্রিডি শো, ভূতের গুহা এবং আরও অনেক কিছু।

আরও পড়ুন : বর্ষা উপভোগ করতে ঘুরে আসুন কালেজ ভ্যালি থেকে! কীভাবে যাবেন? কোথায় থাকবেন?

Ashoknagar Millennium Science Park

আরও পড়ুন : ভারতের কোন স্টেশনের কোন খাবার বিখ্যাত? হাওড়া স্টেশনের স্পেশাল খাবার কী?

পার্কের ভেতরে কার পার্কিং ও বাইক পার্কিং ব্যবস্থা রয়েছে। তবে কার পার্কিং এখানে সম্পূর্ণ ফ্রি। বাইক পার্কিং করতে গেলে ১৫ টাকা ভাড়া লাগবে। পার্কের মধ্যে আপনি বেশ কিছু খাবারের স্টল পেয়ে যাবেন। আবার অনেকগুলো রাইড রয়েছে এর মধ্যে। প্রত্যেকটার জন্য অবশ্য আলাদা আলাদা ভাড়া দিতে হবে। তবে এইসব রাইডের টিকিট মূল্য সাধারণত ২০ থেকে ৪০ টাকার মধ্যে হয়।