ভারতেই রয়েছে ‘মিনি মালদ্বীপ’! নামমাত্র খরচে সেরে আসুন হানিমুন

Published on:

Travel Visit To Andaman and Nicobar Islands As Honeymoon Destination

মালদ্বীপ কিংবা বালি, বর্তমানে বিদেশি এইসব সমুদ্র সৈকতের প্রতি ভারতীয় পর্যটকদের আগ্রহ বেশ বেড়েছে। বিশেষ করে নবদম্পতিরা হানিমুন কাটানোর জন্য এই বিদেশি সমুদ্র সৈকতগুলোকেই বেছে নিচ্ছেন। কিন্তু সাধ থাকলেই কি আর সাধ্যে কুলায়? যারা বাজেটের চিন্তা করে মনের ইচ্ছে দমন করছেন তারা দেশেই মিনি মালদ্বীপ ঘুরে সাধ মেটাতে পারবেন। জানুন কীভাবে।

কোথায় যাবেন?

আমাদের দেশের মধ্যেও কিন্তু একাধিক হানিমুন ডেস্টিনেশন রয়েছে। যদি যেতেই হয় তাহলে চলে যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বর্ষার সময় এই দ্বীপের সৌন্দর্য আরও বাড়ে। প্রায় ৩০০ টা দ্বীপ রয়েছে এখানে। প্রকৃতিকে যদি খুব কাছ থেকে উপভোগ করতে হয় তাহলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সবথেকে ভালো বিকল্প।

Andaman and Nicobar Islands

জারোয়া, সেন্টিনেল, গ্রেট আন্দামানিজ, ওঙ্গেরদের মত আদিম উপজাতির মানুষেরা বাস করেন আন্দামানের বিভিন্ন দ্বীপে। এখানকার রাজধানী হল পোর্ট ব্লেয়ার। এখানে আপনি আধুনিক সভ্যতার অত্যাধুনিক প্রযুক্তির দেখা পাবেন না সেভাবে। তবে দেখবেন কেমন করে সূর্যাস্তের সময় অপরূপ আলোয় ভরে ওঠে চারপাশ। দিগন্ত বিস্তৃত সমুদ্র মনের সব ক্লান্তি ঘুচিয়ে দেবে।

আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জ সি ফুড প্রেমীদের খুবই প্রিয়। এখানে বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, চিংড়ির পদ পাবেন। এছাড়া আম, কলা, আনারসের মত সুস্বাদু ফল পাবেন অঢেল। আন্দামানের রাধানগর সমুদ্র সৈকত হল এশিয়ার সবথেকে সেরা সৈকত। নীল রংয়ের সমুদ্র আর ঘন সবুজ জঙ্গলে ঘেরা এই সৈকত। এছাড়াও দক্ষিণ আন্দামানের হ্যাভলক দ্বীপ, জলি বয় আইল্যান্ড, চিদিয়া তপু বা রস আইল্যান্ডে, কর্বিন্স কোভ বিচ, এলিফ্যান্ট বিচ, এ ছাড়াও ভারতপুর বিচ, ট্রাঙ্ক রোডও ঘুরতে পারবেন।

Andaman and Nicobar Islands

কীভাবে যাবেন আন্দামান-নিকোবরে?

কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত সরাসরি বিমান পাওয়া যায়। তারপর সেখান থেকে জাহাজে করে আন্দামান যেতে হয়। আবার অনেকে অসামরিক বিমান ভাড়া করেও যান এতে সময় কম লাগে। তবে এর জন্য বিশেষ অনুমতি নিতে হয়।

আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার

Andaman and Nicobar Islands

আরও পড়ুন : নামমাত্র খরচে ঘুরে আসুন থাইল্যান্ড! দারুণ সুযোগ দিচ্ছে IRCTC

কত খরচ পড়বে?

দিল্লি থেকে বিমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নামলে মাথাপিছু ১০ থেকে ১২ হাজার টাকা টিকিটের দাম পড়ে। চার থেকে পাঁচ দিনের জন্য টুর প্ল্যান করলে কম বাজেটে হোটেল পাবেন থাকার জন্য। খরচ হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। এছাড়া অন্যান্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য ১০০০ থেকে ৪০০০ টাকা খরচ হয়।