বেড়াতে যেতে চান অথচ বাজেট কম? তাহলেও কিন্তু চিন্তা নেই। মাসে ৫০০ টাকারও কম করে জমিয়ে বছরে একটা ভালো ট্রিপ আপনি সেরে ফেলতে পারবেন। মাত্র ৫ হাজার টাকায় ঘুরে ফেলতে পারবেন একাধিক জায়গা। থাকা-খাওয়া, যাতায়াত এবং সাইট সিইং মিলিয়ে খরচ থাকবে আপনার নাগালের মধ্যে। দেখে নিন এক নজরে কোন কোন জায়গায় যাওয়া যায়।
হৃষিকেশ
হাওড়া থেকে ট্রেনে করে দিল্লি পৌঁছে সেখান থেকে বেসরকারি বাস ধরে চলে যেতে পারবেন হৃষিকেশ। এখানে আপনি অনেক আশ্রম পাবেন যেখানে নামমাত্র খরচে থাকা এবং খাওয়া যায়। দিনপ্রতি মাত্র ২০০ টাকাতেও থাকা ও খাওয়ার জায়গা পেয়ে যাবেন। পাঁচ দিন থাকলে খরচ হবে হাজার টাকা। কলকাতা থেকে দিল্লির টিকিটের দাম ৭০০ টাকা এবং দিল্লি থেকে হৃষিকেশ যাওয়ার বাসের টিকিটের দাম ৫০০ টাকা। থাকা-খাওয়া এবং যাতায়াত বাদেও ৩ হাজার টাকা থাকবে ঘোরাঘুরির জন্য। মন্দ কি?
বারাণসী
যারা একটু ধার্মিক প্রকৃতির মানুষ তারা চলে যান বারাণসী। এখানে আপনি থাকার জন্য আশ্রম পাবেন অনেক। বেশ কিছু জায়গাতে বাঙালি খাবার পাবেন। থাকা এবং খাওয়ার খরচ দিন পিছু ৩০০ টাকার মধ্যে হয়ে যাবে। পাঁচ দিন থাকলে খরচ হবে ১৫০০ টাকা। আর ট্রেন টিকিটের ভাড়া ৪০০ টাকা। বাকি টাকা দিয়ে আরামসে ঘোরাঘুরি করা যাবে বারাণসীতে। সব টাকা হয়তো খরচ হবেও না।
মুসৌরি
মুসৌরিতে থাকার জন্য কম খরচে অনেক হোটেল পাবেন। কাছে পিঠে ঘোরার জন্য গাড়ি ভাড়া করবেন না। বরং পায়ে হেঁটে দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ। কলকাতা থেকে দিল্লি যাওয়ার টিকিট কাটলে ৭০০ টাকা খরচ হবে। সেখান থেকে বাসে করে মুসৌরি যেতে খরচ হবে ৬০০ টাকা। হোটেলে থাকা এবং খাওয়া মিলিয়ে ৩ হাজার টাকা খরচ হবে। এইভাবে হিসেব করে চললে ৫ হাজার টাকার মধ্যে মুসৌরি ঘুরে ফেলতে পারবেন।
আরও পড়ুন : পুজোর ছুটিতে বেড়াতে যাবেন? দেখুন সেরা ৪ টুরিস্ট স্পটের ঠিকানা
গোয়া
শুনলে হয়তো বিশ্বাস করবেন না গোয়াও কিন্তু কম বাজেটে ঘুরে ফেলা যায়। তবে তা করার জন্য হোটেলে থাকার মানসিকতা ত্যাগ করতে হবে। থাকতে পারেন ছাত্রাবাসে। হাওড়া থেকে গোয়া যেতে ট্রেনের টিকিটের জন্য ৮০০ টাকা খরচ হবে। তারপর সেখানে ছাত্রাবাসে উঠলে দিন প্রতি ১০০০ টাকা খরচ হবে। গোয়াতে ঘোরার জন্য আপনি সাইকেল ভাড়া নিতে পারেন।
আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা, কাশ্মীর-নৈনিতাল ভুলে যাবেন
আরও পড়ুন : সোলো ট্রিপের জন্য আদর্শ! একা ঘুরতে চাইলে বেরিয়ে পড়ুন ম্যাকলিয়ডগঞ্জ
মানালি
দিল্লি থেকে বাসে করে মানালি যেতে পারেন। হাওড়া থেকে চন্ডিগড় হয়ে মানালি পৌঁছাতে ট্রেন এবং বাসের খরচ মিলিয়ে ১৫০০ টাকা খরচ হবে। তারপর সেখানে গিয়ে সরকারি ছাত্রাবাসে থাকতে পারলে খরচ কম হবে। দিন পিছু খরচ ১০০০ টাকা। আশেপাশের এলাকায় ঘুরে দেখার জন্য ১০০০ টাকাও যথেষ্ট।