ট্রেনের চাকার ওজন কত? কত বছর পর পর চাকা বদলাতে হয়?

Published on:

Train Wheel Weight And Its Warranty Period

প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ ট্রেনে চেপে গন্তব্যস্থলে যাতায়াত করেন। অনেকে আবার নিত্যদিনের যাত্রী, দিনের একটা নির্দিষ্ট সময় ট্রেনেই কাটে তাদের। তবে ট্রেন সম্পর্কিত অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা তেমন থাকে না। যেমন আপনি যে ট্রেনে যেতে যাতায়াত করছেন তার চাকা কী দিয়ে তৈরি, ওজন কত কিংবা কতদিন অন্তর অন্তর পাল্টানো হয়, জানেন কি?

ভারতীয় রেলে যেহেতু প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করেন তাই যাত্রীদের নিরাপত্তাও রেলের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। এবং তার জন্য নিয়মিত রেল লাইন, ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশের চেকিং হয়। তার মধ্যে রেলের চাকাও পড়ে। কারণ একটা চাকাতেও কোনও সমস্যা থাকলে তা ভয়াবহ রেল দুর্ঘটনার কারণ হতে পারে।

ট্রেনের চাকার ওজন কত হয়?

সাধারণত ভারতে ট্রেনে বিভিন্ন ওজনের চাকা ব্যবহার হয়। সাধারণ ট্রেনের চাকার ওজন মোটামুটি ২৩০ কেজি থেকে ৬৮০ কেজি পর্যন্ত হয়। পণ্যবাহী ট্রেনের চাকার আকার এবং ওজন অবশ্য আরও বেশি হয়। এরকম ট্রেনে চাকার ওজন ৯০০ কেজি পর্যন্ত হয়।

ট্রেনের চাকা তৈরি করে কোন কোম্পানি?

ভারতে ট্রেনে যে চাকা ব্যবহৃত হয় সেগুলো তৈরি করে বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরি। ঢালাই লোহা এবং ইস্পাত মিশিয়ে এই চাকাগুলো তৈরি করা হয়। কাজেই ট্রেনের চাকা ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তেমন নেই। তবুও কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রেনের চাকা পরিবর্তন করতে হয়।

কতদিন অন্তর ট্রেনের চাকা পরিবর্তন করতে হয়?

সাধারণত এক একটি ট্রেনের চাকা ৩ থেকে ৪ বছর পর্যন্ত আরামসে চালানো যেতে পারে। তবে সেই চাকার মেয়াদ আসলে নির্ভর করে তার ব্যবহারের উপর। একটি ট্রেন প্রতিদিন কত কিলোমিটার পথ কত গতিতে চলে, যাত্রাপথের আবহাওয়া কেমন থাকে, কতটা ওজন বইতে হয় ইত্যাদি বিষয়ের উপর তার ব্যবহারযোগ্যতা নির্ভর করে।

আরও পড়ুন : বদলে গেল টিকিট কাটার নিয়ম! মেট্রো যাত্রীদের জন্য চালু হল টিকিট কাটার বিশেষ ব্যবস্থা

সাধারণত এক একটি ট্রেনের চাকা ৭০ হাজার থেকে ১ লক্ষ মাইল পর্যন্ত দৌড়তে পারে। পণ্যবাহী ট্রেনগুলোর আকার এবং ওজন যেহেতু বেশি হয় তাই এগুলি আড়াই লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। পণ্যবাহী ট্রেনের চাকার বয়স ৮ থেকে ১০ বছর হতে পারে।

আরও পড়ুন : প্ল্যাটফর্ম‌ টিকিট কেটে কতক্ষণ স্টেশন চত্বরে থাকা যায়? ৯০% মানুষ জানেন না

বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরি অবশ্য প্রত্যেকটি চাকার ১ বছরের ওয়ারেন্টি দেয়। তবুও রেলের তরফ থেকে ট্রেনের চাকার অবস্থা প্রতি ৩০ দিন অন্তর অন্তর পরীক্ষা করা হয়। যদি সামান্যতম কোনও ত্রুটি পাওয়া যায় চাকাতে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই চাকা পরিবর্তন করা হয়।