বর্ষাকালে অনেকেরই বাড়িতে মন টিকতে চায় না। আবার কাজের চাপে খুব বেশি দূরে হয়তো যাওয়ার মত সময়ও নেই অনেকের হাতে। তাদের ভরসা উইক এন্ড ট্রিপ। তবে চিন্তার কারণ নেই, বাংলাতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে উইকন্ডের এক দুই দিনের ছুটি কাটিয়ে আসতে পারবেন আরামসে। কলকাতার খুব কাছেই রয়েছে এমন ৫টি রিসোর্ট যেখানে গেলে মনের সব ক্লান্তি যাবে মুছে।
কান্ট্রি রোডস
এই রিসোর্টটি কলকাতা থেকে সড়কপথে মাত্র ২৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। যাদের হাতে একদমই দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় নেই তারা এখানে ঘুরে যেতে পারেন। প্রকৃতির মাঝেও নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। সুইমিং পুলের জলে গা ভাসিয়ে দিতে পারবেন। নিজের গাড়িতে করে কিংবা ধর্মতলা থেকে ডোমজুড়গামী বাসে চেপে সরাসরি এখানে পৌঁছানো যায়।
বৈদিক ভিলেজ
কলকাতা শহরের খুব কাছেই রয়েছে শান্ত নিরিবিলি এই রিসোর্ট। এখানে আপনি ঘোড়ায় চড়া, তীরন্দাজি, সাঁতার, হকি খেলতে পারেন। পরিবারের সঙ্গে খুব ভালো কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মাটির ঘরে দুটো দিন কাটাতে পারলে মানসিক সব চাপ দূর হয়ে যাবে।
ভিক্টোরিয়া বিচ রিসোর্ট
নিরিবিলিতে সমুদ্র ঘুরতে চান? দীঘা বা পুরী নয়, এবার বরং ঘুরে আসুন মন্দারমনির ভিক্টোরিয়া বিচ রিসোর্ট থেকে। বর্ষায় সমুদ্রে নামতে ভয় পেলে রিসোর্টের পুলে স্নান করতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার পার্ক রয়েছে। কলকাতা থেকে মন্দারমনির দূরত্ব ১৭৮ কিলোমিটার।
সুন্দরবন টাইগার ক্যাম্প
দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকেও। সুন্দরবন টাইগার ক্যাম্পে উঠতে পারেন। এখান থেকে বাঘ দেখতে পাবেন। আবার অনেক রকম পাখি দেখতে পাবেন, দেখবেন জঙ্গলে প্রকৃতির অপার সৌন্দর্য। খাওয়া-দাওয়াটাও মন্দ হবে না। নৌকো করে আশেপাশের অঞ্চল ঘুরতে পারবেন। সেই ব্যবস্থাও আছে। কলকাতা থেকে রিসোর্টের দূরত্ব ৯৫ কিলোমিটার।
আরও পড়ুন : কলকাতার অজানা ৩ পর্যটন স্থান! যার খবর খোদ কলকাতাবাসীও জানে না
আরও পড়ুন : ভারতের সবথেকে দামি শহর কোনটি? এখানে থাকার খরচ শুনলে আঁতকে উঠবেন
এফ ফোর্ট রিসোর্ট
রায়চকে নদীর ধারে অবস্থিত এই রিসোর্ট। শান্ত নিরিবিলি পরিবেশে দুদিন কাটাতে পারলে মন ভালো হয়ে যাবে। এখানে আপনি সাঁতার কাটার জন্য পুল পাবেন। আরও অনেক বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে এখানকার দূরত্ব ৫২ কিলোমিটার।