কলকাতায় বেড়াতে যাবেন? দেখুন কোন ৫ জায়গা অবশ্যই দেখতে হবে

Published on:

Top 5 Places In Kolkata For Visit And Their Rules

ব্যবসা-বাণিজ্য, চিকিৎসার প্রয়োজন থেকে শুরু করে পর্যটন, শহর কলকাতা কার্যত সদা ব্যস্ত মানুষের ভিড়ে। অনেকে কলকাতা আসেন ঘোরার জন্য। চিড়িয়াখানা, জাদুঘর, সায়েন্সসিটি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকোপার্ক, প্রত্যেকটা জায়গায় প্রবেশের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়ম। না জানলে এসে ঘুরে যেতে হবে আপনাকে। প্রবেশ করতেই পারবেন না। আজকের এই প্রতিবেদন থেকে জানুন কলকাতার সেরা ৫ টি দর্শনীয় স্থানে প্রবেশের নিয়ম কানুন।

ইকোপার্ক

কলকাতাতে ইকোপার্ক খুলেছে কয়েক বছর আগে। এখানে ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া-দাওয়াও হয় দেদার। মঙ্গলবার থেকে শনিবার দুপুর ২.৩০টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত ইকোপার্ক খোলা থাকবে। রবিবার দুপুর ১২ টার সময় পার্ক খোলে। সোমবার বন্ধ থাকে পার্ক। টিকিট মূল্য ২০ থেকে ৫০ টাকা। তবে সন্ধ্যে ৭.৩০টার পর আর নতুন টিকিট দেওয়া হয় না।

Alipore Zoological Garden

চিড়িয়াখানা

ছোট থেকে বড়, কলকাতার চিড়িয়াখানা বলতে গেলে সকলের কাছেই আকর্ষণীয় জায়গা। এখানে ছোটদের জন্য টিকিটের মূল্য ১০ টাকা। বড়দের জন্য ৩০ টাকা। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। টিকিট দেওয়া শুরু হয় সকাল ৯টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত। বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। তবে বৃহস্পতিবার যদি হয় ছুটির দিন তাহলে কিন্তু পর্যটকদের জন্য খোলা থাকে চিড়িয়াখানার দরজা। তারপরের দিন বন্ধ থাকে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যখন খুশি এখানে আসতে পারবেন। তবে সোমবার এবং জাতীয় ছুটির দিনগুলোতে প্রদর্শনীশালা বন্ধ রাখা হয়। ভারতীয় নাগরিকেরা এখানে ৩০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে প্রবেশ করতে পারেন। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার নাগরিকদের জন্য প্রবেশ মূল্য ১০০ টাকা এবং অন্যান্য বৈদেশিক নাগরিকদের দিতে হয় ৫০০ টাকা। কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারে। তাদের শুধু স্কুল ড্রেস পরতে হবে এবং পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।

Jadughar

জাদুঘর

কলকাতার জাদুঘর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। কেবল সোমবার বন্ধ থাকে। এছাড়া প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসসহ কিছু জাতীয় ছুটির দিনে বন্ধ থাকে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আপনি এখানে আসতে পারবেন। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২০ টাকা এবং বড়দের ৫০ টাকা প্রবেশ মূল্য দিতে হয়।

বিদেশি নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া যদি আপনি ক্যামেরা যুক্ত স্মার্টফোন নিয়ে ঢুকতে চান তাহলে ৫০ টাকা, স্থির ক্যামেরা নিয়ে ঢুকলে ১০০ টাকা, ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকলে অতিরিক্ত ২ হাজার টাকা করে দিতে হবে।

আরও পড়ুন : কলকাতার অজানা ৩ পর্যটন স্থান! যার খবর খোদ কলকাতাবাসীও জানে না

Science City

আরও পড়ুন : কাশীর এই ৫ মন্দির ঘুরে দেখলে আজন্মের পুণ্য লাভ করবেন

সায়েন্স সিটি

সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে। তবে টিকিট কাউন্টার সন্ধ্যে ৬ টার পর বন্ধ হয়ে যায়। একমাত্র হোলির দিন বন্ধ থাকে। এখানে প্রবেশের মূল্য ৪০ টাকা। তবে যদি গ্রুপে যান এবং ২০ জনের বেশি থাকেন তাহলে মাথাপিছু ৩০ টাকা দিতে হয়।