এবার এক ধাক্কায় বেড়ে গেল ডুয়ার্সের জঙ্গলে ঘোরার খরচ। এবার থেকে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে গেলে বাড়তি টাকা গুনতে হবে ট্যাক্স বাবদ। তাই এই বর্ষায় যারা ডুয়ার্সের জঙ্গলের রূপ দেখার জন্য পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা বেড়ানোর প্ল্যানের বাজেট করার আগে পড়ে নিন এই প্রতিবেদন। জানুন কত টাকা বাড়তি খরচ করতে হবে।
সম্প্রতি ডুয়ার্সের পর্যটকদের থেকে টোল ট্যাক্স বাবদ টাকা নেওয়ার জন্য নতুন পরিকল্পনা হয়েছে। যারা ডুয়ার্সের জঙ্গলে যাবেন না, শুধু সেখানকার কোনও রিসোর্টে থাকবেন তাদেরও কিন্তু ট্যাক্স বাবদ টাকা দিতে হবে। এর জন্য লাটাগুড়িতে একটি চেকপোস্ট তৈরি করা হয়েছে। যেসব গাড়ি এই চেকপোস্ট পেরিয়ে এগোতে চাইবে তাদের ট্যাক্স দিতে হবে।
স্থানীয় গাড়ি হোক কিংবা পর্যটকদের গাড়ি, সব গাড়ির মালিকদেরই এই অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে গাড়ির মালিক টাকা দেবেন। তবে পর্যটকদের গাড়ি হলে পর্যটকদের থেকেই ওই ট্যাক্সের টাকা তোলা হতে পারে। লাটাগুড়ি সহ অন্যান্য বিভিন্ন পর্যটন স্থানে রিসোর্টে যাওয়ার জন্য জঙ্গলই একমাত্র পথ। অতএব ডুয়ার্স ঘোড়ার প্ল্যান থাকুক বা না থাকুক, সকলকে এই ট্যাক্স দিতে হবে।
জলপাইগুড়ি বন বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন কবে থেকে এবং কত টাকা ট্যাক্স বাবদ নেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। আপাতত এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে বনদপ্তরের কাছে। এখান থেকে অনুমোদন মিললে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংগৃহীত ট্যাক্সের টাকা জঙ্গলের রাস্তার উন্নয়ন ও জঙ্গলের নিরাপত্তার কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : দার্জিলিংয়ে বৃষ্টির আসল রূপ দেখতে চান? চলে আসুন এই অফবিট গ্রামে
আরও পড়ুন : দার্জিলিংয়েই লুকিয়ে অফবিট ঝর্ণার গ্রাম! না গেলে পস্তাবেন
লাটাগুড়ির জঙ্গলের রাস্তা বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা। রাস্তার সংস্কার প্রয়োজন। তাই এই ব্যবস্থা যথোপযুক্ত বলে মনে করছেন অনেকে। তবে আগামী দিনে রাজ্যের অন্যান্য বনে প্রবেশের ক্ষেত্রেও এরকম টোল ট্যাক্স বসানো হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে লাটাগুড়ির ড্রাইভার অ্যাসোসিয়েশন অবশ্য এই সিদ্ধান্ত কার্যকর হলে বন দপ্তরের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছে।