হোটেলের ঘরে ঢুকে আগেই চেক করে নিন এই জিনিসগুলো, নইলে‌ ঠকবেন

Published on:

Things You Need To Check In Hotel Room

বাইরে কোথাও কাজের জন্য যান কিংবা বেড়াতে, সাধারণত হোটেলেই থাকতে হয়। হোটেলের ঝাঁ চকচকে ঘর দেখলে চোখ জুড়িয়ে যাবে। কিন্তু এত সুন্দর পরিপাটি করে সাজানো ঘর দেখলে কিন্তু ভুলে গেলে চলবে না। বরং নিজের সুরক্ষার কথা নিজেকেই মাথায় রেখে চলতে হবে। তাই তো হোটেলের ঘরে ঢোকার পর কিছু জিনিস যাচাই করে নিতে হবে। জেনে নিন সেগুলো কী কী।

হোটেলের ঘরে ঢোকার পর কোন কোন বিষয় চেক করে নেবেন?

ফোন

বেশিরভাগ হোটেলের ঘরে ল্যান্ড ফোন থাকে। এই ল্যান্ড ফোন মারফত আপনি খাবার অর্ডার করা কিংবা জরুরী প্রয়োজনে হোটেলের রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হোটেলে ঢোকার পর প্রথমেই দেখে নিন ল্যান্ড ফোন ঠিকমত কাজ করছে কিনা। নয়তো রাতবিরেতে অসুবিধায় পড়লে যোগাযোগ করতে পারবেন না।

HOTEL

বিছানা

নতুন অতিথি হোটেলে চেক ইন করার আগে ঘরের পাশাপাশি বিছানাও পরিষ্কার করা হয়। পরিষ্কার চাদর এবং বালিশের কভার পরানো হয়। কিন্তু তাতে আশ্বস্ত না হয়ে বরং বিছানা চাদর এবং বালিশ ঝেড়ে নিতে হবে বিছানাতে বসার আগেই। কারণ অনেক সময় এর মধ্যে ছারপোকা জাতীয় পোকামাকড় লুকিয়ে থাকে।

আলমারি

হোটেলের আলমারি ব্যবহারের আগে ভালোভাবে চেক করে নিন। বিছানার মত পোকামাকড় এখানেও লুকিয়ে থাকতে পারে। এছাড়া যেখানে জামা কাপড় রাখবেন সেই জায়গাতে ধুলোবালি আছে কিনা ভালো করে দেখে নিয়ে তবেই রাখুন।

HOTEL

অন্যান্য প্রয়োজনীয় জিনিস

হোটেলের ঘরের মধ্যে তোয়ালে, চা তৈরির সরঞ্জাম, জলের বোতল, ইলেকট্রিক কেটলি ইত্যাদি থাকে। সেই সব ব্যবস্থা ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিন। সেই সঙ্গে বাথরুম পরিষ্কার আছে কিনা, কলে জল আসছে কিনা, গিজার ঠিক মত কাজ করছে কিনা দেখে নিন। কোনওরকম সমস্যা মনে হলে হোটেল কর্মীদের জানান।

গোপন ক্যামেরা

হোটেলের ঘরের মধ্যে কিংবা বাথরুমে কোথাও গোপন ক্যামেরা রাখা আছে কিনা দেখে নিন। আপনার নিরাপত্তা আপনার হাতেই রয়েছে।

আরও পড়ুন : সোলো ট্রিপে যেতে চান? বিপদ এড়াতে কী কী মাথায় রাখবেন মহিলারা

HOTEL

আরও পড়ুন : হোটেলের বিছানায় শুধু সাদা চাদর পাতা হয় কেন? আসল কারণ জানল চমকে যাবেন

দরজা

হোটেলের ঘরের দরজার লকের কোনও সমস্যা আছে কিনা দেখে নিন। জরুরী প্রয়োজনে দ্রুত কীভাবে ঘর থেকে বা হোটেল থেকে বের হতে পারবেন সেই ব্যবস্থা আগেই দেখে রাখুন।