পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে বহু প্রসিদ্ধ এই ৮ টি শহর

Published on:

The Lost Cities In World

সৃষ্টির পর থেকেই কার্যত বহুবদল এসেছে পৃথিবীতে। সমুদ্রের জায়গায় মরুভূমি, মরুভূমির জায়গায় সমুদ্র, আবার সমুদ্রের জায়গায় পাহাড়, স্থলভাগ তো কোথাও আবার জনবসতিপূর্ণ সুবিশাল স্থলভাগ চলে গিয়েছে সমুদ্রের গভীরে। একটা সময় যেখানে জন বসতিপূর্ণ জমজমাট শহর ছিল আজ সেসব নিশ্চিহ্ন হয়েছে। দেখুন পৃথিবীর এমনই ১০টি প্রসিদ্ধ শহরের তালিকা যেগুলো পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে আজ।

সিউদাদ পেরদিদা : কলম্বিয়াতে অবস্থিত সিয়েরা নেভাদা পর্বতের মধ্যে এই শহরের অবস্থান ছিল। এখানে পর্বতের মধ্যে তায়রোনা সম্প্রদায়ের মানুষ শহর গড়েছিলেন। ১৯৭০ সালে এই শহরের খোঁজ মিলেছিল আরও একবার।

এল ডোরাডো : বিভিন্ন সময় বিভিন্ন গল্পে কিংবা উপন্যাসে এল ডোরাডো বা সোনার শহরের উল্লেখ পাওয়া গিয়েছে। ব্রাজিলের বিভিন্ন গল্প কথাতেও এল ডোরাডোর উল্লেখ রয়েছে। অ্যামাজনের জঙ্গলে এই শহর রয়েছে বলে বিশ্বাস করেন স্থানীয় মানুষ। কিন্তু আজ পর্যন্ত এই শহরের খোঁজ পাওয়া যায়নি।

আটলান্টিস : আটলান্টিস শহরটি গ্রিস দেশে অবস্থিত ছিল। গ্রিক দার্শনিক প্লেটো এই শহরের উল্লেখ করেছিলেন। বর্তমানে এই শহর সমুদ্রের তলায় রয়েছে। বলা হয় দেবতাদের অভিশাপে এই শহর নাকি তলিয়ে গিয়েছিল সমুদ্রের নিচে।

ট্রয় : গ্রিক পুরানে তুরস্কে ট্রয় নামের একটি শহরের উপস্থিতি ছিল বলে উল্লেখ রয়েছে। উনিশ শতকে এই শহরের খোঁজ পাওয়া গিয়েছিল আরও একবার।

পোম্পেই : ইতালিতে অবস্থিত ছিল পোম্পেই নামের এই শহর। ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই শহর ধ্বংস হয়ে যায়।

অ্যাঙ্কর : কম্বোডিয়াতে অবস্থিত ছিল অ্যাঙ্কর নামের এই শহরটি। ১৫ শতকে এই শহর ছেড়ে চলে যান এখানকার মানুষ। ১৯ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা এই শহরটিকে আবার খুঁজে পান।

পেত্রা : জর্ডনে অবস্থিত পেত্রা শহরটি ছিল নাবাসিয়ান সাম্রাজ্যের রাজধানী। এখানে অনেক রকমের পাথুরে খোদাই শিল্পকলা এবং বিভিন্ন স্থাপত্য ছিল।

মাচু পিচু : মাচু পিচু –ও হারিয়ে যাওয়া শহরগুলির মধ্যে অন্যতম। এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই শহর আন্দিজ পর্বতমালাতে রয়েছে।