বিদেশে যাওয়ার কথা ভাবছেন? তাহলে সবার আগে প্রয়োজন হবে পাসপোর্ট ও ভিসার। পাসপোর্ট ছাড়া কার্যত বেশ কিছু দেশে প্রবেশ নিষিদ্ধ। তবে জানেন কি এমন একটি দেশ রয়েছে যেখানে ভারতীয়রা পাসপোর্ট ছাড়াই প্রবেশ করতে পারেন? পাসপোর্টের প্রয়োজন পড়বে না, এমনকি ভিসারও প্রয়োজন পড়বে না সেই দেশে পৌঁছানোর জন্য। দেশের নাম থাইল্যান্ড, বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র।
থাইল্যান্ড হলো এমন একটি দেশ যেখানে পাসপোর্ট ছাড়াও প্রবেশ করতে পারবেন আপনি। সেখানে গেলে পাওয়া যায় অ্যারাইভাল ভিসা।থাইল্যান্ড সরকার সম্প্রতি তাদের ভিসা সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে ভারতীয়দের প্রতি দরাজহস্ত হয়েছে এই দেশ। নতুন নিয়ম অনুসারে ভারতীয় পাসপোর্ট থাকলেই আর ভিসা লাগবে না থাইল্যান্ডে থাকার জন্য। থাইল্যান্ডে ৬০ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সরকারি অনুমতি পাবেন ভারতীয়রা।
মূলত পর্যটনের প্রচারের উদ্দেশ্যেই থাইল্যান্ড সরকার এই নতুন নিয়ম চালু করেছে। ২০২৩ সালে ২.৪৫ কোটি বিদেশি পর্যটক থাইল্যান্ড এসেছিলেন। থাইল্যান্ড সরকার ২০২৪ সালে সেই সংখ্যাটা ২৫ থেকে ৩০ মিলিয়ন করতে চাইছে। আগামী জুলাই মাস থেকেই ভিসা সংক্রান্ত শিথিলতার নিয়ম প্রযোজ্য হয়ে যাবে। ভারতসহ ৯৩ টি দেশের পর্যটকরা উপকৃত হবেন এর ফলে।
ভিসা সংক্রান্ত নতুন শিথিল নিয়মের কারণে ভারতীয়রা প্রত্যেকবার ১৮০ দিন থাইল্যান্ডে থাকার অনুমতি পাবেন। শ্রমিক, স্নাতকের শিক্ষার্থী এবং অন্যান্য দেশের অবসরপ্রাপ্ত ব্যক্তিরা থাইল্যান্ডে দীর্ঘসময়ের জন্য থাকার অনুমতি পেতে পারেন। সেই সঙ্গে অন্যান্য দেশের শ্রমিকদের জন্য ভিসার মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার।
আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার
আরও পড়ুন : সস্তায় বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ, দেখুন ১০ টি দুর্দান্ত ডেস্টিনেশন
থাইল্যান্ডে গেলে খুবই কম খরচে বিদেশ ঘোরার ইচ্ছে পূরণ হয়ে যায়। এখানকার সমুদ্র সৈকত, দ্বীপের সুন্দর পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে শুরু করে ফুকেট, চিয়াং মাই, আয়ুথায়া, সুখোথাই ইত্যাদি শহর খুবই বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে।