নিত্য দিনের যাতায়াত হোক কিংবা দূরপাল্লার যাত্রা, ভারতীয় রেলের উপরেই ভরসা করেন হাজার হাজার মানুষ। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যেমন কিছু সুবিধা রয়েছে তেমনি রয়েছে কিছু কড়া নিয়ম যেগুলো না মানলে পড়তে হবে বিপদে। এমনই এক কড়া নিয়ম রয়েছে রেলের চেন টানা নিয়েও। যে নিয়ম না মানলে আপনার জেল থেকে জরিমানা দুটোই হতে পারে।
সাধারণত ট্রেনের চেইন টেনে ট্রেন থামানো যায়। তবে যখন তখন আপনি ট্রেন থামাতে পারবেন না এইভাবে। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া এভাবে ট্রেন থামানো দণ্ডনীয় অপরাধ। অপ্রয়োজনীয়ভাবে চেইন টানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে আপনাকে। ১০০০ টাকা জরিমানা এবং এক বছর পর্যন্ত জেল হতে পারে।
রেলওয়ে আইন ১৯৮৯ এর ১৪১ ধারা অনুসারে বলা হয়েছে যদি কোনও যাত্রী অপ্রয়োজনে ট্রেন থামানোর চেষ্টা করেন তাহলে তার এক হাজার টাকা জরিমানা এবং এক বছর পর্যন্ত জেল হবে। কিছু কিছু ক্ষেত্রে দুটো শাস্তি একসঙ্গে হয়। কোন কোন ক্ষেত্রে ট্রেনের চেন টানা যায় সেটা জেনে রাখুন।
আরও পড়ুন : এই কামরার এই সিটে বসুন সবসময়, ট্রেন দুর্ঘটনা হলেও আপনার কিছু হবে না
- ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে কোন বয়স্ক বা অক্ষম ব্যক্তির যদি ট্রেনে চড়তে সমস্যা হয় সেক্ষেত্রে চেন টেনে নেওয়া যেতে পারে।
- যদি কারো সন্তান স্টেশনে থেকে যায় এবং ট্রেন চলতে শুরু করে দেয় সেক্ষেত্রে যাত্রী চেন টানতে পারেন।
আরও পড়ুন : ট্রেনে এই ৫ সংখ্যার কোড লেখা থাকে কেন? ৯৯% মানুষ জানেন না
কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে চেইন টেনে ট্রেন থামানো যাবে।
ট্রেনে যদি আপনার সামগ্রী চুরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনি চেইন টানতে পারবেন।