ট্রেন দুর্ভোগ কমাতে শাটল বাস চালাবে সরকার! কোন রুটের ভাড়া কত?

Published on:

State Government Provides Shuttle Bus Services For Train Cancellation In Sealdah Route

রেলের রক্ষণাবেক্ষণের কারণে ব্যাপক হয়রানীর সম্মুখীন হতে হচ্ছে শিয়ালদহ লাইনের যাত্রীদের। শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত শিয়ালদহ শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত বন্ধ থাকবে। যে কারণে প্রায় একশোর কাছাকাছি ট্রেন বাতিল হয়েছে। ১৪৭ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে যাত্রীদের হয়রানি এড়াতে এবার নড়েচড়ে বসলো প্রশাসন।

ট্রেন যাত্রীরা যাতে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মেট্রো স্টেশনে পৌঁছে ব্যাপারে তার জন্য সরকারি বাসের একটি বিশেষ শাটল পরিষেবা চালু হয়েছে। আপাতত এর আওতায় ব্যারাকপুর থেকে ডানলপ এবং দমদম সংশোধনাগার থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দুটি রুটে সরকারি বাস চালানো হবে। ১০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। শ্যামবাজার বা দমদম মেট্রো পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য আরও একটি বিশেষ বাস চালু হতে পারে।

Shuttle bus

কোন কোন রুটে শাটল বাস চলছে এখন?

  • ব্যারাকপুর থেকে ডানলপ : ব্যারাকপুর থেকে বাস ছেড়ে টিটাগড়, খড়দা, পানিহাটি, রথতলা হয়ে ডানলপে পৌঁছাবে।
  • দমদম সংশোধনাগার থেকে বেলগাছিয়া মেট্রো : দমদম ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত দমদম সংশোধনাগার থেকে বাস ছেড়ে নাগেরবাজার, লেকটাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে পৌঁছাবে।

BUS

আরও পড়ুন : সেভ রাখুন রেলের এই হেল্পলাইন নম্বর, ২ মিনিটেই হবে যেকোনও সমস্যার সমাধান

কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের পৌঁছানো হবে?

প্রধানত যাত্রীদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত বাসের পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেমন ডানলপ এবং বেলগাছিয়া মেট্রো স্টেশনগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। যাত্রীরা ব্যারাকপুর এবং খড়দা থেকে ডানলপে পৌঁছাতে পারলেই কলকাতায় আসার জন্য অনেক বাস পেয়ে যাবেন।

SEALDAH TRAIN

আরও পড়ুন : শিয়ালদার লাইনে যাত্রীদের জন্য সুখবর, এইসব রুটে চলবে বিশেষ বাস

অন্যদিকে দমদম ক্যান্টনমেন্ট লাগোয়া বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন। তারপর সেখান থেকে মেট্রো ধরে তারা নিজস্ব গন্তব্যে বা গন্তব্যের কাছাকাছি পৌঁছে বাস কিংবা ট্রাম ধরে বাকি পথ যেতে পারবেন। বর্তমানে শ্যামবাজার বা দমদম মেট্রো স্টেশন পর্যন্তও শাটল বাসের পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি।