বিনা টিকিটে ট্রেনে চাপার দিন শেষ, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চালু হলো বিশেষ ব্যবস্থা

Published on:

Special Ticket Checking In Hawrah Division

যাত্রীদের মধ্যে টিকিট না কাটার প্রবণতা দূর করতে কড়া ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। এখনো বহু যাত্রী টিকিট না কেটে নিত্যদিন রেল সফর করছেন। এইভাবে বিনা টিকিটে রেলযাত্রা করা আইনত দণ্ডনীয় অপরাধ। টিকিট বিহীন যাত্রীদের ধরার জন্য দফায় দফায় অভিযান চালাচ্ছে রেল। পূর্ব রেল দপ্তরও সক্রিয় হয়েছে। হাওড়ার প্রত্যেকটা লাইনেই স্পেশাল চেকিং চালানো হচ্ছে।

পূর্ব রেলের তরফ থেকে গত সোমবার হাওড়া ডিভিশনের প্রত্যেকটা লাইনে স্পেশাল চেকিং চালানো হয়েছে। এর আগে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দিয়েছিলেন যে কোনও দিন যে কোনও সময় টিকিট চেকিং হতে পারে। বিনা টিকিটে ধরা পড়লে কড়া শাস্তি পেতে হবে।

Indian Railways

বর্তমানে ভারতীয় পরিবহন ব্যবস্থায় রেল যাত্রার ভাড়া সবচেয়ে কম। মাত্র ৫, ১০ টাকার টিকিট কেটে কয়েক কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। তবুও যাত্রীদের একাংশের মধ্যে টিকিট না কাটার প্রবণতা যাচ্ছে না। বিনা টিকিটে যাতায়াত একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে যাদের এবার তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতীয় রেল।

বেশ কয়েক মাস ধরেই এইভাবে রেলের বিভিন্ন লাইনে ধরপাকড় চলছে। শুধু মে মাসেই বিনা টিকিটে যাত্রীদের জরিমানা করে ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা তুলে ফেলেছে ভারতীয় রেল। এরমধ্যে শুধু হাওড়া ডিভিশন থেকেই ২ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা তোলা হয়েছে। আর শিয়ালদহ ডিভিশন থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক কতগুলো ট্রেন টিকিট কাটা যায়? জানুন রেলের নিয়ম

Train

আরও পড়ুন : বদলে গেল এসি-স্লিপার কোচে ঘুমোনোর নিয়ম! জেনে নিন নতুন বার্থ রুলস

যাত্রীদের টিকিট কাটার সুবিধার জন্যেও একাধিক ব্যবস্থা চালু করেছিলেন। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে টিকিট কাটা যায় এখন। এছাড়াও টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন চালু হয়েছে। রয়েছে ইউটিএস অ্যাপ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যাতে টিকিট কাটতে না হয় তার জন্য টিকিট কাটার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এরপরেও টিকিট না কাটার অজুহাত শোনা হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।