শিয়ালদার লাইনে যাত্রীদের জন্য সুখবর, এইসব রুটে চলবে বিশেষ বাস

Published on:

Special Buses Will Run To These Routes For Several Train Cancellation From Sealdah Station

শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত শিয়ালদা লাইনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের সব ট্রেন বাতিল হয়েছে। যে কারণে কঠিন দুর্ভোগের মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের কাছে আগে থেকে খবর ছিল না তাই হয়রানি আরও বেশি হচ্ছে। তবে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও চালু হয়ে গিয়েছে এতক্ষণে। বেশকিছু রুটে চলবে বিশেষ বাস। কোন কোন রুট রয়েছে এই তালিকায়? দেখে নিন।

আপাতত আগামী ৩ দিন শিয়ালদাহ লাইনের ৫ টি প্লাটফর্মে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রেনের চাহিদা দূর করতে এই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহর এবং শহরতলীতে একাধিক বিশেষ বাস চালানো হবে বলে জানানো হয়েছে। ব্যারাকপুর থেকে ডানলপ রুটে বিশেষ বাস চলছে। ব্যারাকপুর থেকে টিটাগড়, সোদপুর, খড়দা, পানিহাটি, কামারহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত পৌঁছাবে এই বাস।

BUS

ব্যারাকপুর থেকে ডানলপগামী এই বাসের পরিষেবা সকাল ছয়টা থেকে চালু হয়েছে। ১০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। দমদম ক্যান্টনমেন্ট থেকে স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত সরকারি বাস চলছে। দমদম জেল নাগেরবাজার, লেকটাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া পর্যন্ত যাবে এই বাস। ভাড়া ১০ টাকা।

শিয়ালদা মেন শাখা থেকে যে লোকাল ট্রেনগুলো ছাড়ে সেগুলো আজ দমদম জংশন থেকে ছাড়ছে। ডানকুনি, নৈহাটি, গেদে রুটের লোকাল ট্রেন ধরতে হলে যাত্রীদের পৌঁছাতে হবে দমদমে। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ এবং ওই দিকের অন্যান্য রুটের লোকাল ট্রেনগুলি ছাড়বে।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই এইভাবে কাটুন ট্রেনের টিকিট

SEALDAH TRAIN

আরও পড়ুন : RQWL, PQWL, GNWL আসলে কী? কোন ওয়েটিং লিস্টের কী কী সুবিধা?

লোকাল ট্রেনের পাশাপাশি রবিবার দুপুর পর্যন্ত বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রা ব্যাহত হবে। শিয়ালদা-অজমেঢ় সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদা-আসানসোল সুপার ফাস্ট এক্সপ্রেস শিয়ালদার বদলে কলকাতা স্টেশন থেকে ছাড়বে।