আবারও বাতিল হল ১৬৬ টি লোকাল! কোন কোন ট্রেন রয়েছে তালিকায়? দেখে নিন

Published on:

Several Trains Will Cancel From 22nd June To 1st July Know Deatils

কিছুদিন আগেই শিয়ালদা লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ৮৮ টি ট্রেন বাতিল হয়। এর জেরে তোলপাড় হয়েছিল গোটা কলকাতা। এবার ফের নন ইন্টারলকিংয়ের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলে শতাধিক ট্রেন বাতিলের খবর প্রকাশ্যে এল। ১৬৬৬ টি লোকাল ট্রেন বাতিল হবে এর দরুণ। কবে, কোন কোন লাইনে ট্রেন বাতিল থাকবে জেনে নিন।

নন ইন্টারলকিংয়ের কাজ হবে দক্ষিণ-পূর্ব রেলে। যে কারণে লোকাল, এক্সপ্রেস এবং মেল ট্রেন বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। আগামী ২২ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত এই ট্রেনগুলো বাতিল থাকবে। মেদিনীপুর, হাওড়া লোকালসহ খড়গপুর ডিভিশনে ১৬৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনও বাতিল হয়েছে।

Train

নির্দিষ্ট ওই ১০ দিনে লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হয়েছে। ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে দেখে নিন এক নজরে।

কোন কোন ট্রেন বাতিল হল?

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, কাণ্ডারী এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস সহ আরও কিছু দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন : ট্রেনে জিনিস হারালে ফিরে পাবেন কীভাবে? যাত্রী সুবিধার্থে নতুন পদক্ষেপ ভারতীয় রেলের

Train

আরও পড়ুন : বিগত ১০ বছরে ভারতে কত কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে? রিপোর্ট দেখলে চমকে যাবেন

পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, নয়া দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের মত দূরপাল্লার কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন হয়েছে। এই সমস্ত লাইনে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ট্রেনের সময়সূচীর পরিবর্তনের কারণে যাত্রীদের মধ্যে ফের হয়রানির আশঙ্কা দেখা দিচ্ছে।