কম সময়ের মধ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই ভারতীয় রেলের একমাত্র লক্ষ্য। এবার এই লক্ষ্য পূরণে আরো একধাপ এগিয়ে গেল পূর্ব রেল। এবার হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের গতিবেগ বাড়ানো হলো। লোকাল এবং দূরপাল্লার ট্রেনসহ বেশ কিছু ট্রেনের গতিবেগ বাড়ানো হবে। একনজরে দেখুন সেই তালিকা।
হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া মোজাফফরপুর এক্সপ্রেস, দারভাঙ্গা হাওড়া এক্সপ্রেসসহ কিছু ট্রেন রয়েছে এই তালিকায়। এই ট্রেনগুলোর গতিবেগ এতদিন ছিল ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। এখন সেগুলো ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে।
এছাড়া উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর মেল, মিথিলা এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতিবেগ বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এই ট্রেনগুলোর গতিবেগ ১১০ কিলোমিটার থেকে বেড়ে ১৩০ কিলোমিটার হবে। কলকাতা থেকে বহু ট্রেন ঝাঝা সেকশন, সালানপুর সেকশন জোসিলি হয়ে যায়। গতিবেগ বাড়বে এই ট্রেনগুলোরও।
আরও পড়ুন : ১১ দিনের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! চরম ভোগান্তির মুখে যাত্রীরা
আরও পড়ুন : চালু হল কলকাতা থেকে দীঘা ট্রেন! দেখুন নতুন ট্রেনের সময়সূচী
হাওড়া-শিয়ালদহের একাধিক সেকশনে বহু পয়েন্টে বদল আনা হয়েছে বলে জানা যাচ্ছে। যে ট্রেনগুলো একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায় সেগুলোকে আরো উন্নত করে তোলার কাজ হচ্ছে। প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে ভারতীয় রেলকে। যার ফলে আরো উন্নত পরিষেবা পাওয়া যাবে। আরো দ্রুত বেগে চলবে রেল। যার ফলে উপকার পাবেন যাত্রীরা।