বদলে গেল হাওড়া ডিভিশনের একাধিক ট্রেনের টাইম! দেখুন নতুন টাইম টেবিল

Published on:

Several Trains Are Cancelled And Time Changed In Howrah Division For July 1st Week

পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত স্টেশন হলো হাওড়া ডিভিশন। রাজ্যের আনাচে-কানাচে থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য এখান থেকেই ট্রেন ধরেন বহু মানুষ। ভারতীয় রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবার সেই হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেনের সময়সূচী বদলে গেল। যার ফলে হয়রানীর মুখে পড়তে হতে পারে যাত্রীদের। বাড়ি থেকে বেরোনোর আগে তাই দেখুন তালিকা।

আগামী কয়েকদিন হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক করা থাকবে। যে কারণে বেশ কিছু ট্রেনের সময়সূচী বদলানো হয়েছে। কিছু কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। আগামী ৮ দিন হাওড়া ডিভিশনের জায়গায় জায়গায় পাওয়ার ব্লক থাকবে বলে শোনা যাচ্ছে। ২রা জুলাই থেকে শুরু করে ১০ই জুলাই পর্যন্ত ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা থাকবে। তবে ৫ই জুলাই কোনও বাধা থাকবে না।

Howrah - Eastern Railway

কাজের জন্য হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলোর মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০ মিনিটের জন্য ট্রাফিক ব্লক করা থাকবে। ভারতীয় রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। কোন কোন দিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেটাও জানানো হয়েছে।

যেমন আজিমগঞ্জ থেকে 03090, 03076 কাটোয়া থেকে 03089, 03075 ট্রেন ২ তারিখ ৩ তারিখ ৪ তারিখ এবং ৬ তারিখ বাতিল হবে। অন্যদিকে কাটোয়া থেকে 03061, 03095, 03099, আজিমগঞ্জ থেকে 03062, 03096 আহমদপুর থেকে 03100 ট্রেন ৭, ৮, ৯ এবং ১০ই জুলাই বাতিল থাকবে। ট্রেন নম্বর 03083 ৩.৫০মিনিটের পরিবর্তে ৫.২০টায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : বিনা টিকিটে ট্রেনে চাপার দিন শেষ, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চালু হলো বিশেষ ব্যবস্থা

Howrah

আরও পড়ুন : ট্রেন লেট হলেই ফেরত পাবেন টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি

আগামী ৭, ৮, ৯ এবং ১০ জুলাই, 03059 কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়িতে ১.২০ মিনিটে এবং 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে ৪.৩০ মিনিটে আসার পরে ব্লক শুরু হবে। ব্লকের পর প্রথম ট্রেন 03083 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল ইউপি লাইনে এবং 13422 মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।