কলকাতায় গেলে দেখতেই হবে এই ৬ জায়গা, একবার গেলে সারাজীবন মনে থাকবে

Published on:

Several Offbeat Places In Kolkata Check Details

কলকাতা শহর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। তবে বেশিরভাগ মানুষই কলকাতা বলতে বোঝেন ভিক্টোরিয়া, জাদুঘর কিংবা চিড়িয়াখানা। এর বাইরেও কিন্তু কলকাতা শহরকে আলাদাভাবে চেনা যায়। তার জন্য যেতে হবে কিছু অফবিট জায়গাতে। যে জায়গাগুলোর খবর খুব বেশি মানুষ রাখেন না। কলকাতাতে প্রকৃতভাবে চিনতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে এই ৬ জায়গায়।

ফুলের বাজার

রংবেরঙের বিভিন্ন প্রজাতির ফুল দেখতে হলে আপনাকে আসতে হবে কলকাতার ফুলপট্টিতে। এখানে নানা রঙের এবং সুগন্ধের ফুল পাওয়া যায়। তবে সূর্য ওঠার ঠিক পর পরই এখানে আসতে হবে। নানা রঙের ফুল মিশে অপূর্ব এক ফুলের মেলা যেন বসে সকালবেলায়।

Kolkata

চায়না টাউন

এখানে আপনি হরেক রকমের খাবার পাবেন। এজগার স্ট্রিটের কাছে টেরিটি বাজার দেখতে পাবেন। এখানে নানারকম মুখরোচোক খাবার পাওয়া যায়। এখানে মাছ ও মাংসের নানারকম পদ পাওয়া যায়। তবে সেসব খাবার চেখে দেখতে হলে যত ভোরে যাবেন তত ভালো। কারণ সকাল সাতটার মধ্যে গরম খাবার সব শেষ হয়ে যায়।

বই পাড়া

কলকাতার বইপাড়াও খুব বিখ্যাত। ছাত্র-ছাত্রী, শিক্ষক থেকে শুরু করে বই অনুরাগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এখানে। কলেজ স্ট্রিট হলো এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার। এখানে বিশ্ব বিখ্যাত সব লেখকের বই পাবেন। নানা দুষ্প্রাপ্য বই খুব কম দামে পাওয়া যায় এখানে। দরকষাকষি করে কিনতে পারলে অনেক সস্তা হবে।

আরও পড়ুন : পায়ে হেঁটে ঘুরে দেখুন কলকাতা! কোথায় কোথায় যাবেন? কী কী দেখবেন?

Kolkata Botanical Garden

শিবপুরের বোটানিক্যাল গার্ডেন

শিবপুরে ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে রয়েছে বিশ্বের সবথেকে বড় বটগাছ। ২৫৫ বছর বয়সী এই বট গাছ ৩.৫ একর জমির উপর বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে। দিনে দিনে আরো বাড়ছে এর পরিসর। গ্রীষ্মের দুপুরে বটগাছের ছায়া আপনাকে শান্তি দেবে।

কুমোরটুলি

কুমোরটুলিতে কলকাতার কয়েকশো শিল্পীর বাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে কুমোরেরা এখানে বসবাস করে আসছেন। কুমোরটুলির বানানো বিভিন্ন ঠাকুরের প্রতিমা দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে যায়। বছরের প্রায় প্রত্যেকটা সময় এখানে এলে আপনি প্রতিমা তৈরির কাজ দেখতে পাবেন।

আরও পড়ুন : কলকাতায় বেড়াতে যাবেন? দেখুন কোন ৫ জায়গা অবশ্যই দেখতে হবে

Ganga River

আরও পড়ুন : কলকাতার কাছাকাছি সেরা ৫টি রিসর্ট, গেলেই সব ক্লান্তি মুছে যাবে

গঙ্গা নদী

কলকাতা শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। এখানে একাধিক ঘাট রয়েছে। আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন গঙ্গায়। পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে পাবেন। মাঝেমধ্যেই এখানে বিভিন্ন সংস্থার তরফ থেকে গঙ্গা বক্ষে ক্রুজের আয়োজন করা হয়।