১১ দিনের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! চরম ভোগান্তির মুখে যাত্রীরা

Published on:

Several Local Train Have Been Cancelled For 11 Days Announced By Eastern Railways

ফের রেলওয়ে ট্র্যাকের মেরামতির জন্য বেশ কিছুদিন ধরে কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এই খবর। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন লাইনের রক্ষণাবেক্ষণ চলবে ১১ দিন ধরে। যার ফলে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ফের ভোগান্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের।

আগামী ১৫ জুলাই থেকে ৭ ই আগস্ট পর্যন্ত ব্যান্ডেল কাটোয়া শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে রেল ট্র্যাকের উপর। তবে একটানা যে কাজ চলবে এমনটা নয়। কোন কোন দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে তা জানিয়ে দেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে কাজ শুরু হবে ব্যান্ডেল কাটোয়া শাখাতে। আপ এবং ডাউন লাইনের কাজ একসঙ্গে হবে না।

Train

রেলের তরফ থেকে জানানো হয়েছে পাটুলি-নবদ্বীপ ধামের মধ্যে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১৫, ১৭, ২০,২২ এবং ২৪ শে জুলাই। যার ফলে সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ৩ টে ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে। অন্যদিকে আবার ১৫, ১৭ ও ২০ শে জুলাই দুপুর ১২:৩০ থেকে দুপুর ২:৩০টে পর্যন্ত আপ লাইনের কাজ চলবে।

আরও পড়ুন : ট্রেনে এই ৫ সংখ্যার কোড লেখা থাকে কেন? ৯৯% মানুষ জানেন না

দাঁইহাট থেকে পূর্বস্থলীর মধ্যে ডাউন লাইনের কাজ চলবে ২৭, ২৯ এবং ৩১ শে জুলাই ও ৩, ৫ এবং ৭ই আগস্ট। ৩১ শে জুলাই এবং ৩ রা আগস্ট ওই লাইনে আপ শাখায় কাজ চলবে। যার ফলে দুপুরে ৪ ঘন্টার জন্য ট্রেন চলাচল পরিষেবা ব্যাহত হবে। ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭, ২৯, ৩১ শে জুলাই এবং আগস্ট মাসের ৩, ৫ ও ৭ তারিখে ব্যান্ডেল কাটোয়া জোড়া লোকাল বাতিল থাকবে।

আরও পড়ুন : লাল, সবুজ, নীল! ট্রেনের আলাদা আলাদা রং হয় কেন? কোন ট্রেনের  অর্থ কী?

Train

আরও পড়ুন : কখন ট্রেনের চেন টানা যায়? না জেনে চেন টানলেই হবে জেল ও জরিমানা

অন্যদিকে ৩৭৯২৪ কাটোয়া হাওড়া লোকাল এই কদিন ২০ মিনিট দেরিতে চলবে বলে জানানো হয়েছে। ৩৭৯১৭ হাওড়া কাটোয়া লোকাল ৩১ শে জুলাই, ৩রা আগস্ট কুড়ি মিনিট দেরিতে চলবে। এই ট্রেনটি ১৫, ১৭ এবং ২০ শে জুলাই ১০ মিনিট দেরিতে চলবে।