রেলের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন লাইনের ট্রেন বাতিলের ঘটনা ঘটছে হামেশাই। শতাধিক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন রুটে। সামনেই আবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলের কিছু কাজের জন্য একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হবে। এই খবর জেনেই মাথায় হাত যাত্রীদের।
আগামী শনিবার দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনে কাজ চলবে। যে কারণে অন্ততপক্ষে ২০০র বেশি ট্রেন বাতিল করা থাকবে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার ২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল থাকবে ৬ টি লোকাল ট্রেন। এরপর ১লা জুলাই অর্থাৎ সোমবার ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ২রা জুলাই ১৫ টি এবং ৩রা জুলাই ১৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৪ ঠা জুলাই ১৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ৫ই জুলাই ৬২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ৬ জুলাই ৭১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ৭ টি মেল অথবা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস। এছাড়া ৫টি ট্রেনের ড্রাইভারশন করা হয়েছে। ২০টি ট্রেনের টাইমটেবিল বদলে দেওয়া হয়েছে। এমনিতেই কিছুদিন আগে শিয়ালদা শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল হয়েছিল। তাতে বেশ হয়রানির মুখে পড়েছিলেন যাত্রীরা।
আরও পড়ুন : কোন কোন ট্রেন থেকে সবথেকে বেশি আয় হয় রেলের? নাম শুনলে চমকে যাবেন
আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক কতগুলো ট্রেন টিকিট কাটা যায়? জানুন রেলের নিয়ম
লোকাল ট্রেনের মাধ্যমে প্রতিদিন বহু মানুষ নিত্যদিনের যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনগুলোতেও প্রচুর ভিড় থাকে। হঠাৎ করে ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রীদের চাপ যেমন বাড়ে তেমনই বাড়ে হয়রানি। এবার ফের দক্ষিণ পূর্ব রেলের ট্রেন বাতিল এবং সময়সূচী পরিবর্তনের কারণে সপ্তাহের শেষ থেকে শুরু করে নতুন সপ্তাহের শুরু পর্যন্ত যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে।