ঘূর্ণিঝড় রেমালের দাপট কার্যত বেশ টের পাওয়া যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। শিয়ালদহ লাইনে ১১৭ টি ট্রেন বাতিল হয়েছে এই দুর্যোগের কারণে। এবার হাওড়া-তারকেশ্বর লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেল। সোমবার দুর্যোগের কারণে বেলার দিকে নসিবপুর রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। সেই সঙ্গে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। যার ফলে হয়রানির মুখে পড়তে হয়েছে যাত্রীদের।
সোমবার ঝড়ের কারণে নসিবপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে বাঁশ গাছ ওভারহেড তারের উপর এসে পড়ে। যে কারণে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়েছে। আপ লাইনের ট্রেনগুলো লাইনের উপর পর পর দাঁড়িয়ে রয়েছে। তবে ডাউনলাইনে ট্রেন পরিষেবা চলছে। তবে রেল কর্তৃপক্ষ পরিস্থিতি আবার স্বাভাবিক করার জন্য তৎপর হয়েছে। বাঁশ ঝাড় কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
অন্যদিকে শিয়ালদা লাইনেও সোমবার সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল করছিল না সকালে। ১০ ঘণ্টা পরে শিয়ালদহ দক্ষিণে ট্রেন চলাচল আবার শুরু হয়। এদিন ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। পাতাল রেলে হঠাৎ করেই কোমর সমান জল চলে আসে। যে কারণে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
সোমবার সকালে মেট্রো স্টেশনে ঘোষণা করা হয় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে। কিন্তু হঠাৎ করেই স্টেশনগুলোতে জল ঢুকে যাওয়ার কারণে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা যায়নি। ঝড়ের জন্য সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল হয়। পরে কিছু ট্রেন চালানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি।
আরও পড়ুন : বিশ্বের মানচিত্র থেকে সম্পূর্ণরূপে মুছে যাবে এই ৬ স্থান, ভারতের জন্যও রয়েছে অশনি সংকেত
আরও পড়ুন : গরমে ঘোরার জন্য ভারতের সেরা ১০ টি জায়গা, মন জুড়িয়ে যাবে কথা দিলাম
দুর্যোগের কারণে রবিবার রাতেই জানিয়ে দেওয়া হয় যে ৩৪৪২৬ এবং ৩৪৪২৪ শিয়ালদহ-সোনারপুর লোকাল, ৩৪৩৩২ এবং ৩৪৩৩১ বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৬১৪ এবং ৩৪৬১৩ শিয়ালদহ-বারুইপুর লোকাল, ৩৪৮৮২ এবং ৩৪৮৮১ সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল,৩৪৮৯১ এবং ৩৪৮৯২ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল, আশঙ্কায় সোমবার দক্ষিণ-পূর্ব রেলে ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, ০৮১৩৫ মেচেদা-দিঘা ইএমইউ স্পেশ্যাল, ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং ০৮১৪০ দিঘা-মেচেদা ইএমইউ স্পেশ্যাল বাতিল থাকবে সোমবার।