বর্তমানে পাহাড়প্রেমীদের জন্য সিকিমে একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। গ্যাংটক, পেলিং, লাচুং, ইয়ুমথং, ইয়াকসাম, এসব তো এতদিনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছেন পর্যটকরা। এবার সিকিমে নতুন একটি পর্যটন কেন্দ্র খুলে গেল। সিকিমের মঙ্গন জেলাতে সাংলাফু চো নামের একটি নতুন লেকের উদ্বোধন হয়েছে। যারা নতুন কোনও সাইটের সন্ধানে রয়েছেন তাদের জন্য একেবারে সেরা এই জায়গা।
প্রায় ১৬,৬৭০ ফুট উঁচুতে অবস্থিত সাংলাফু চো। স্থানীয়দের কাছে গ্রেট লেক নামে পরিচিত এই জায়গা। জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দূরেই অবস্থিত রয়েছে এই লেক। সম্প্রতি এখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মীয় রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে এই লেকের উদ্বোধন করেছেন। এরই সঙ্গে এই জায়গা এখন খুলে গিয়েছে পর্যটকদের জন্যেও।
সাংলাফু চোয়ের রাস্তা বেশ দুর্গম। এতদিন এখানে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে সুযোগ-সুবিধার বেশ অভাব ছিল। তীর্থযাত্রীদের কাছে এই লেকের জল খুব পবিত্র। তাই কেবল তারাই এতদিন এখানে কষ্ট করে যাতায়াত করতেন প্রার্থনা করার জন্য। তবে সাংলাফু চো পর্যটকদের জন্য খুলে যাওয়ার কারণে বৌদ্ধ সন্ন্যাসীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও বেশ খুশি।
লেক উদ্বোধনের জন্য লাচুং এর সামতেন চোলিং বৌদ্ধ গুম্ফার সন্ন্যাসীরা বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। স্থানীয় মানুষ এবং হোটেল ব্যবসায়ী সংগঠনের সদস্য ও গাড়ি চালকেরা সেই অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই এই স্থান পর্যটন স্থল হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে গেল।
আরও পড়ুন : আরও সস্তায় হবে সিকিম ভ্রমণ! বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার
আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ
তবে এখানে গিয়ে ঘোরাঘুরির কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যেমন এখানে আপনি ঘুরতে পারবেন, শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারবেন। কিন্তু এখানকার পরিবেশ নষ্ট করা যাবে না। লেকের কোনওরকম ক্ষতি করা যাবে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে। প্লাস্টিক এবং টেট্রা প্যাক ব্যবহার এখানে নিষিদ্ধ। সেই সঙ্গে লেকের আশেপাশে কোথাও থুথু ফেলা যাবে না।