দৈর্ঘ্য মাত্র ২০১ ফুট! এটাই বিশ্বের সবথেকে ছোট নদী

Published on:

Roe Is The Shortest River In World

Shortest River In World : বিশ্বের বৃহত্তম নদী যেমন মিশরের নীলনদ, দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী, মিসিসিপি-মিসৌরির নাম তো সকলেই ভূগোলের বইতে পড়েছেন। কিন্তু বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম নদীটির সম্পর্কে কজনই বা জানেন? জানেন কী সবথেকে ক্ষুদ্রতম নদীর নাম কী? কোথায়, কোন দেশে অবস্থিত সেই নদী? না জানলে জানুন এই প্রতিবেদন থেকে।

বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম নদী কোনটি?

আমেরিকার মান্টানা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রো নদী (Roe River)। যেমন ছোট্ট নাম, তেমনই ছোট্ট এই নদীটি। যার দৈর্ঘ্য মাত্র ২০১ ফুট। কয়েক মিনিটেই পারাপার হওয়া যায় এই নদী। সম্পূর্ণ রো নদীতে ঘুরে আসতে সময় লাগে কয়েক ঘন্টা। বিশ্বের সবথেকে বড় নদী মিসৌরি আমেরিকার মান্টানার উপর দিয়েই প্রবাহিত হয়েছে। তার খুব কাছ দিয়েই বয়ে চলেছে বিশ্বের সবথেকে ছোট নদীটিও।

রো নদীর ইতিহাস

১৯৮৯ সালের আগে বিশ্বের সবথেকে ছোট নদী হিসেবে পরিচিত ছিল অরেগনের ডি রিভার। যার দৈর্ঘ্য ৪৪০ ফুট। তবে রো নদীর দৈর্ঘ্য তার থেকে প্রায় অর্ধেক। তাই এই নদীটিকে বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এই মর্মে আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু করে লিংকন স্কুল এলিমেন্টারির পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা।

১৯৮০ সালে লিংকন স্কুল এলিমেন্টারির পঞ্চম শ্রেণীর একদল পড়ুয়া তাদের শিক্ষক সুসান নারডিঙ্গার নেতৃত্বে রো নদীর হয়ে প্রচার অভিযান চালায়। বিশ্বের সবথেকে ছোট নদী হিসেবে রো নদীর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলতে হবে এই ছিল তাদের দাবি। এই নিয়ে বিতর্ক উঠেছিল চরমে।

আরও পড়ুন : গঙ্গার নিচে মেট্রো আটকে গেলে কী হবে? কীভাবে বেরোবেন যাত্রীরা?

রো নদী এবং অরেগন ডি রিভারের মধ্যে কাকে বিশ্বের সবথেকে ছোট নদী হিসেবে খেতাব দেওয়া যায় এই নিয়ে বিতর্ক চলেছিল বেশ কয়েক বছর। বিতর্ক এমন চরমে উঠেছিল যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে বিশ্বের সবথেকে ছোট নদীর খেতাব দেওয়াই বন্ধ হয়ে যায়। পরে অবশ্য বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম নদী হিসেবে রো-কেই এই স্বীকৃতি দেওয়া হয়।