পাহাড়ের গায়ে রামধনুর সাত রং! দেখলে জুড়িয়ে যাবে চোখ

Published on:

Rainbow Mountain In Peru Vinicunca Know Deatils

পাহাড় বললেই চোখের সামনে ভেসে ওঠে বিরাট কোনও এক ধূসর পাথরের স্তুপ, নয় তো সাদা বরফে ঢাকা যেন এক টুকরো খন্ড। তবে পাহাড়ের বুকে রামধনুর সাত রং ফুটে উঠেছে এমনটা কেউ কখনও দেখেছেন কি? জানলে অবাক হবেন এই পৃথিবীতেই রয়েছে এমন একটি অপরূপ সুন্দর পাহাড়। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি রঙে রঙিন এমন পাহাড় আছে কোথায়?

দক্ষিণ আমেরিকার পেরুতে রয়েছে প্রকৃতির এমন একটি সুন্দর উপহার। পাহাড়ের নাম ভিনিকুনকা। শুধু একটি পাহাড় নয়, এখানকার বেশ কিছু পাহাড়ে এরকম রামধনুর রংয়ের খেলা দেখা যায়। দূর থেকে দেখলে যেন মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনও ছবি। এই পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালে প্রকৃতির এমন অপরূপ রহস্য দেখে বিভোর হয়ে যাবেন।

Vinicunca

দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার একটি পাহাড় হল এই ভিনিকুনকা। পেরুর এই পাহাড় যে কতখানি সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। শুধু আন্দিজ নয়, গোটা পৃথিবীর অন্যান্য সব পাহাড়ের সঙ্গে ভিনিকুনকার তফাৎটাই হল পাহাড়ের গায়ে রংবেরঙের আঁকি-বুকি। আর এটাই প্রধানত পাহাড়ের মূল আকর্ষণ। যে কারণে অনেক মানুষ দেখতে আসেন এই পাহাড়।

প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেশ-বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন ভিনিকুনকায়। অনেকে এই পাহাড়ে চড়েন। চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে পাহাড় চড়তে। পাহাড়ের উপর থেকে যখন আশেপাশে এমন সুন্দর রঙিন দৃশ্য দেখা যায় তখন চোখ ফেরানো সত্যিই দায়। ভালোবেসে এই পাহাড়কে পর্যটকরা নাম দিয়েছেন রামধনুর পাহাড়।

আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার

Vinicunca

আরও পড়ুন : লাগবে না পাসপোর্ট, ভিসা! ভারতীয়দের ফ্রি এন্ট্রি দিচ্ছে এই দেশ

সারা বছরই রামধনুর পাহাড়ে যাওয়া যায়। তবে আগস্ট মাসটা এখানে যাওয়ার জন্য সবথেকে ভালো বলে বেছে নিয়েছেন পর্যটকরা। কারণ এই সময় পেরুর আবহাওয়া থাকে শুকনো। শুকনো আবহাওয়াতে পাহাড়ের গায়ে রঙগুলো আরও স্পষ্ট বোঝা যায়। অন্যদিকে বৃষ্টির কারণে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এখানে পর্যটকদের ভিড় কম থাকে।