লাইনে দাঁড়ানোর দিন শেষ! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এলো বড় আপডেট

Published on:

Puri Jagannath Temple All 4 Doors Are Open To Devotees

করোনার সময় থেকেই কার্যত পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে কিছু নিষেধাজ্ঞা চলছিল। মহামারীর কারণে মন্দিরের কেবল একটি দরজা ভক্তদের জন্য খোলার সিদ্ধান্ত হয়েছিল। বাকি তিনটে দরজা বিগত চার বছর ধরে বন্ধ ছিল। যার ফলে মন্দিরে প্রবেশে বেশ ঝক্কি পোহাতে হত ভক্তদের। কিন্তু এবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়ম বদলে গেল।

করোনার কারণে উড়িষ্যার তৎকালীন বিজেডি সরকার পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজার মধ্যে তিনটে দরজা বন্ধ করে দেয়। বিগত চার বছর ধরে সেই নিয়ম চলে আসছিল। সম্প্রতি উড়িষ্যাতে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর মন্দিরের দরজা খুলে দিলেন মুখ্যমন্ত্রী।

Jagannath Mandir

এই দফায় উড়িষ্যাতে বিজেপির নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই ভক্তদের জন্য খুলে দেওয়া। কথা রেখেছে সরকার। করোনা মহামারীর পর দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও পুরীর তিনটি মন্দিরের দরজা বন্ধ রাখার ফলে ভক্তদের দেব দর্শনে সমস্যা দেখা দিয়েছে। এবার থেকে চারটি প্রবেশ পথ দিয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

শুধু তাই নয়, উড়িষ্যার বর্তমান সরকার মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ তহবিল তৈরি করেছে। ৫০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য। উড়িষ্যার এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন। এটি ওই রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হিসেবেও বিবেচিত হয়। মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে তাই কার্পণ্য করতে চায় না সরকার।

আরও পড়ুন : সুন্দরবন নয়, উইকেন্ডে ঘুরে আসুন বাংলার মিনি সুন্দরবন থেকে, মন ভরে যাবে

Jagannath Mandir

আরও পড়ুন : পুজোয় টিকিটের চাহিদা তুঙ্গে এখন থেকেই! অ্যাডভান্স টিকিট বুক করে ফেলুন এইভাবে

উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন রাজ্য সরকার পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের চারটি দরজা খোলা হয়েছে গত ১৩ ই জুন। এরপর থেকে ভক্তরা চারটি দরজা দিয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন।