২০ টাকায় ভরপেট খাবার! ভারতীয় রেলের এই ব্যবস্থার কথা ৯৯% মানুষ জানেন না

Published on:

Passengers Can Get Food Services At Only 20 And 50 Rupees

ভারতীয় রেল শুধু যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় তাই নয়, যাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারেও খেয়াল রাখে। বিশেষ করে যাত্রাপথে খাওয়া-দাওয়া নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য এবার রেলের তরফ থেকে চালু হয়ে গেল বিশেষ ব্যবস্থা। মাত্র ২০ থেকে ৫০ টাকা খরচ করলেই ভরপেট খাবার পাবেন যাত্রীরা। কীভাবে? জেনে নিন।

দূরে কোথাও যাত্রা করতে হলে যাত্রীরা অনেক সময় বাড়ি থেকেই খাবার নিয়ে আসেন। যাদের সেই সুযোগ নেই তাদের বাধ্য হয়ে দোকান কিংবা স্টলের ফাস্টফুড খেতে হয়। কিন্তু এবার থেকে আর ফাস্টফুডও খেতে হবে না, আবার সম্পূর্ণ যাত্রাপথে অভুক্তও থাকতে হবে না। রেলের তরফ থেকে স্বাস্থ্যকর খাবার পাবেন খুবই কম মূল্যে।

Indian Rail

আপাতত পূর্ব রেলের হাওড়া, বর্ধমান, রামপুরহাট, মালদা, ভাগলপুর, দুর্গাপুর, যসিডি, মধুপুর এবং বেশ কিছু স্টেশনে কিছু কিয়স্ক চালু করা হয়েছে। জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাসের কাছাকাছি এই কিয়স্কগুলি থাকবে। ট্রেন থেকে নেমেই যাতে যাত্রীরা খাবার সংগ্রহ করতে পারেন। ২০ ও ৫০ টাকার মেনুতে কী কী থাকবে দেখে নিন।

২০ টাকার মেনুতে কী কী খাবার দেবে রেল?

২০ টাকাতে ৫ রকমের খাবারের অপশন পাওয়া যাবে। প্রথম অপশনে পাবেন ৭টা লুচি, আলুর দম এবং আচারের প্যাকেট। দ্বিতীয় অপশনে পাবেন লেমন রাইস এবং আচার। এই খাবার ক্যাসেরোলের মধ্যে থাকবে। তৃতীয় অপশনে আচার এবং দই ভাত থাকবে। চতুর্থ অপশনে তেতুল রাইস এবং আচার থাকবে। পঞ্চম অপশনে ডাল খিচুড়ি এবং আচার থাকবে।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে কীভাবে নিজের সিট বদলাবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

Indian Rail

আরও পড়ুন : সিট ছাড়াও ট্রেন টিকিটে কী কী ফ্রী পাওয়া যায়? ৯৯% মানুষ জানেন না

৫০ টাকার মেনুতে কী কী থাকবে?

৫০ টাকার মেনুতে কম্বো অপশন পাবেন যাত্রীরা। বিভিন্ন শ্রেণি, জাতি, গোষ্ঠী এবং উপ গোষ্ঠী ভুক্ত যাত্রীদের জন্য আলাদা আলাদা মেনুর বন্দোবস্ত রয়েছে। স্থানীয় খাবারই দেওয়া হবে তাদের। ২০০ মিলিলিটার জলের বোতল পাওয়া যাবে মাত্র ৩ টাকা খরচ করলে।