নিত্যদিন প্রায় কয়েক কোটি মানুষ ভারতীয় রেলের ট্রেন সফর করেন। তবে ট্রেনের কিছু নিয়ম উলঙ্ঘন করার জন্য প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষকে শাস্তিও পেতে হয়। এদের মধ্যে কেউ বিনা টিকিটে যাত্রী, ধরা পড়ে জরিমানা কিংবা জেলের শাস্তি পান। কেউ আবার অকারণের চেইন টেনে ট্রেন থামানোর জন্য বিপদে পড়েন। আপনি কি জানেন ঠিক কখন, কোন কোন কারণে চেইন টেনে ট্রেন থামানো যায়?
ট্রেনের কামরার মধ্যে যে চেইন থাকে সেটাকে টেনে দিলেই চলন্ত ট্রেন থামানো যায়। এই নিয়ম কমবেশি সকলেই জানেন। ট্রেনে যাত্রীরা কোনও বিপদে পড়লে যাতে কর্তৃপক্ষকে জানাতে পারেন এবং সত্বর সাহায্যে পান তার জন্যই এই ব্যবস্থা। যদিও যখন তখন যদি চেইন টানা হয় তাহলে কিন্তু তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। এতে জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে।
কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া ট্রেনের চেইন টেনে ট্রেন থামানো শাস্তিযোগ্য অপরাধ। কারণ এতে ট্রেনের গতি কমে যায়। একবার চেইন টানার ফলে ট্রেন থামানোর পর নতুন করে আবার ট্রেনের গতি তুলতে ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। কিন্তু বহু যাত্রী আছেন যারা ঘুমিয়ে থাকার কারণে কিংবা অন্যমনস্কতার কারণে গন্তব্য স্টেশন পেরিয়ে যান। চেইন টেনে তারা ট্রেন থেকে নামতে চান তবে এর জন্য কিন্তু জরিমানা হয়।
শুধু মে মাসেই ভারতের বিভিন্ন স্টেশন থেকে এরকম বেশ কয়েকশো ট্রেন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদের মধ্যে ক্যান্টনমেন্ট স্টেশনে ১০০ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৯ জন, মথুরা জংশনে ১১১ জন, কোসিকালান স্টেশনে ৩৯ জন এবং ঢোলপুর স্টেশনে ২৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অকারণে ট্রেনের চেইন টানলে কী কী শাস্তি হয়?
কেবল আপদকালীন পরিস্থিতিতেই চেইন টেনে ট্রেন থামানোর নিয়ম রয়েছে। যদি কেউ অকারণে চেইন জানেন তাহলে তার জরিমানার পাশাপাশি জেল পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে সাধারণত ১০০০ টাকার জরিমানা বা ১ বছরের কারাদণ্ড হতে পারে। ভারতীয় রেল শুধু চেইন টানার অপরাধে ট্রেনের যাত্রীদের থেকে ৯৫ হাজার ৩১০ টাকা উদ্ধার করেছে।
আরও পড়ুন : সিট ছাড়াও ট্রেন টিকিটে কী কী ফ্রী পাওয়া যায়? ৯৯% মানুষ জানেন না
কোন কোন ক্ষেত্রে ট্রেনের চেইন টানা যায়?
তবে ঠিক কোন কোন ক্ষেত্রে ট্রেনের চেইন টেনে ট্রেন থামানো যাবে? না জানলে এবার জেনে নিন।
- ট্রেনে আগুন লাগলে,
- কোনও বয়স্ক বা অক্ষম ব্যক্তি ট্রেনে উঠতে না পারলে,
- ছোট শিশু রেল স্টেশনে থেকে গেলে,
আরও পড়ুন : কবে স্বাভাবিক হবে শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল? কী বলছে রেল কর্তৃপক্ষ?
- কোনও যাত্রী হঠাৎ অসুস্থ হলে,
- ট্রেনে ডাকাতি বা চুরির ঘটনা ঘটলে,